বিজয় দিবস হকি ফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী

বিজয় দিবস হকি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনী। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নৌবাহিনী ৪-১ গোলে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদকে পরাজিত করে। 

Dec 29, 2024 - 06:24
 0  1
বিজয় দিবস হকি ফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী

বিজয় দিবস হকি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনী। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নৌবাহিনী ৪-১ গোলে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদকে পরাজিত করে। 

নৌবাহিনীর পক্ষে আশরাফুল ইসলাম দুটি এবং রোমান সরকার ও মাহবুব হোসেন একটি করে গোল করেন। হকি কল্যাণ ঐক্য পরিষদের পক্ষে একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম, যার ফলে ব্যবধান কিছুটা কমে আসে। 

দিনের দ্বিতীয় সেমিফাইনালে বিমানবাহিনী ৫-২ গোলে বিকেএসপিকে পরাজিত করে। বিমানবাহিনীর সোহানুর রহমান সবুজ একাই পাঁচটি গোল করেন। তিনি ২১, ২৭, ২৯, ৩১ ও ৪৩ মিনিটে গোলগুলো করেন। বিকেএসপির পক্ষে দুটি গোল আসে মেহেদি হাসান অভি ও হুজায়ফা হোসেনের স্টিক থেকে।

উল্লেখ্য, আগামী সোমবার (১ জানুয়ারি) দুপুর আড়াইটায় মওলানা ভাসানী স্টেডিয়ামে শিরোপার জন্য লড়াই করবে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow