বিএনপির দুর্নীতিবাজ নেতাদের পালানোর সুযোগ থাকবে না: মনিরুল হক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী মন্তব্য করেছেন, আওয়ামী লীগের নেতারা পালানোর সুযোগ পেলেও বিএনপির দুর্নীতিবাজ নেতারা সেই সুযোগ পাবে না। 

Dec 29, 2024 - 06:26
 0  2
বিএনপির দুর্নীতিবাজ নেতাদের পালানোর সুযোগ থাকবে না: মনিরুল হক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী মন্তব্য করেছেন, আওয়ামী লীগের নেতারা পালানোর সুযোগ পেলেও বিএনপির দুর্নীতিবাজ নেতারা সেই সুযোগ পাবে না। 

শনিবার সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার জামুয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মনিরুল হক চৌধুরী বিএনপির দুর্নীতিবাজ নেতাদের উদ্দেশ্যে বলেন, “আমাদের দলের কিছু ক্যাডার সাবধানে থাকুন। আওয়ামী লীগের মতো কাজ করলে তারা পালানোর সুযোগ পেয়েছে, কিন্তু আপনারা তেমন সুযোগ পাবেন না। দলের নাম ভাঙিয়ে কিছু নেতাকর্মী অপকর্মে লিপ্ত হয়েছে, এবং তার সব প্রমাণ আমরা সংগ্রহ করছি। আপনাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” 

তিনি আরও বলেন, “আমার নেতাকর্মীরা কী করছেন, তার সব রিপোর্ট আমার কাছে আসে। যদি কারও বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাই, তাহলে ঢাকা থেকে চিঠি দিয়ে তাকে বহিষ্কার করিয়ে দেব। আমার খারাপ লাগে যখন দেখি আইজিপি সাহেবকে অপমানিত হয়ে নিয়ে যায়, কিন্তু এটা দেখে খুশি হওয়ার কিছু নেই। এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া উচিত।” 

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সমালোচনা করে তিনি বলেন, “লোটাস কামালের মতো বিশাল নেতা, যার বাড়িতে কোটি কোটি টাকা ছিল, টাকা ছাড়া কিছুই বুঝতেন না। এখন সে কোথায়, জানি না, তবে তিনি আর দেশে নেই। এই টাকার কী মূল্য ছিল? এখন তো ৭ দিনেও এক পোয়া চালের ভাত খেতে পারেন না, ডিম মুখে দিলে থাকে না, জাউ খেলে দাঁতে লেগে থাকে। হারামের টাকার বরকত নেই, আর তাঁর জীবনে হারাম ছাড়া কিছু নেই।” 

এছাড়া, জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন লালমাই উপজেলা বিএনপির নেতা ইউছুফ আলী মীর পিন্টু ও ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। জনসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা সামছুল হক মজুমদার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow