ড্রয়ের আগে তিনটি সেঞ্চুরি
মধ্যাঞ্চলের দুই তারকা ব্যাটার মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা দলের হয়ে গুরুত্বপূর্ণ সেঞ্চুরি হাঁকিয়েছেন। মুর্শিদা ১৭০ এবং নিগার সুলতানা ১৭১ রান করেছেন। এর ফলে মধ্যাঞ্চল ৫২৮/৮ রান তুলে। তবে এই ম্যাচটি পূর্বাঞ্চলের বিপক্ষে ড্র হয়েছে।
মধ্যাঞ্চলের দুই তারকা ব্যাটার মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা দলের হয়ে গুরুত্বপূর্ণ সেঞ্চুরি হাঁকিয়েছেন। মুর্শিদা ১৭০ এবং নিগার সুলতানা ১৭১ রান করেছেন। এর ফলে মধ্যাঞ্চল ৫২৮/৮ রান তুলে। তবে এই ম্যাচটি পূর্বাঞ্চলের বিপক্ষে ড্র হয়েছে।
বিসিএল মেয়েদের আসরে নিগার সুলতানা আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন। মধ্যাঞ্চল অধিনায়ক হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে ১৫৩ রান করেছিলেন নিগার, এবং এবার তার রান অতিক্রম করে গেছেন।
শনিবার রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে তৃতীয় উইকেট জুটিতে মুর্শিদা ও নিগার ২২৮ রানের জুটি গড়েন। এর আগে পূর্বাঞ্চল তাদের ইনিংস শেষ করে ৩৫৪ রানে।
এছাড়া, জাতীয় দলের আরেক ব্যাটার সোবহানা মোস্তারি বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে অপরাজিত ১১৮ রান করেন। উত্তরাঞ্চল অধিনায়ক সোবহানার দলের দ্বিতীয় ইনিংস ২৫৭ রান তুলে ঘোষণা করে, এরপর দক্ষিণাঞ্চলকে ২৭৬ রানের লক্ষ্য দেয়া হয়।
দক্ষিণাঞ্চল দুই সেশন সময় পায়, তবে তারা ২৩২ রান করে ম্যাচ ড্র করার পর খেলা শেষ হয়। দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ রান ছিল আরএইচ ঝিলিকের ৪৯।
What's Your Reaction?