অবৈধ পরিচয়পত্র তৈরি: পাকিস্তানে তিন বাংলাদেশি আটক

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানিয়েছে, অবৈধ পাকিস্তানি পরিচয়পত্র পাওয়ার অভিযোগে গুলশান-ই-ইকবাল থেকে তিন বাংলাদেশি নারীকে গ্রেফতার করা হয়েছে। 

Dec 29, 2024 - 06:34
 0  1
অবৈধ পরিচয়পত্র তৈরি: পাকিস্তানে তিন বাংলাদেশি আটক

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানিয়েছে, অবৈধ পাকিস্তানি পরিচয়পত্র পাওয়ার অভিযোগে গুলশান-ই-ইকবাল থেকে তিন বাংলাদেশি নারীকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (২৮ ডিসেম্বর) সামা টিভিতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃতদের নাম আয়েশা নাজ, হিনা নাজ এবং আফশান নাজ। তারা ২০২২ সালে দায়ের হওয়া একটি মামলায় পলাতক ছিলেন এবং তাদের তিনজনই বোন। 

অভিযুক্তরা পাকিস্তানি নাগরিক না হলেও জালিয়াতির মাধ্যমে পাকিস্তানি পরিচয়পত্র সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। তদন্তে জানা গেছে, তারা একজন দালালের সাহায্যে জাল জন্ম ও মৃত্যু সনদও সংগ্রহ করেছিল। 

এফআইএ কর্মকর্তারা জানান, লিয়াকতাবাদ টাউনের রিজভিয়া সোসাইটির ইউনিয়ন পরিষদের সচিব জাল সনদ সরবরাহ করেছিলেন। কর্তৃপক্ষ বর্তমানে অভিযুক্তদের সহযোগীদের গ্রেফতারের জন্য পরবর্তী পদক্ষেপ নিচ্ছে। 

এফআইএ আরও জানিয়েছে, এই ধরনের অবৈধ কার্যক্রমে সহায়তা করার নেটওয়ার্ক ভেঙে ফেলার জন্য তাদের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow