বিপিএল শুরুর আগে দল পেলেন মৃত্যুঞ্জয় ও আলাউদ্দিন
কিছুদিন আগে শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন আলাউদ্দিন বাবু। এমন দারুণ পারফরম্যান্সের পর যদি বিপিএলে দল না পেতেন, তবে তা তাকে হতাশ করতো। তবে তার হতাশায় ডুবতে হয়নি। বিপিএল শুরুর আগেই দল পেয়েছেন এই অলরাউন্ডার। একইভাবে, নিলামে দল না পেলেও শেষ মুহূর্তে কপাল খুলেছে মৃত্যুঞ্জয় চৌধুরীর।
কিছুদিন আগে শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন আলাউদ্দিন বাবু। এমন দারুণ পারফরম্যান্সের পর যদি বিপিএলে দল না পেতেন, তবে তা তাকে হতাশ করতো। তবে তার হতাশায় ডুবতে হয়নি। বিপিএল শুরুর আগেই দল পেয়েছেন এই অলরাউন্ডার। একইভাবে, নিলামে দল না পেলেও শেষ মুহূর্তে কপাল খুলেছে মৃত্যুঞ্জয় চৌধুরীর।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস আলাউদ্দিন বাবুকে শেষ মুহূর্তে দলে অন্তর্ভুক্ত করেছে, যা তার এনসিএল পারফরম্যান্সের পুরস্কার। গতকালই ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। একইভাবে, পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী খেলবেন দুর্বার রাজশাহীর হয়ে।
এছাড়া, শনিবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবারের বিপিএলে খেলার সুযোগ পেয়েছেন স্পিনার টিপু সুলতান। ইতোমধ্যে তিনি দলের সঙ্গেও যোগ দিয়েছেন। শেষ মুহূর্তে স্কোয়াডের শক্তি বাড়াতে তোড়জোড় করছে দলগুলো, আর তাদের অনুশীলনেও বেশ সিরিয়াসনেস দেখা যাচ্ছে।
উল্লেখ্য, আগামীকাল (সোমবার) থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের একাদশ আসর। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বেলা ১:৩০টায় আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী।
What's Your Reaction?