খাবার টেবিলে দুই মেয়ে ও স্বামীর সঙ্গে রিহাবের হাসি-আনন্দে ভরা শেষ স্মৃতি

লেবাননে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা থেকে বাঁচতে গত বছর প্রথমবার বাড়ি ছেড়ে পালিয়েছিলেন রিহাব ফাউর। কিছুদিন পর আবারো পালাতে বাধ্য হন তিনি। গত এক বছরে মোট চারবার ঘর ছাড়তে হয়েছে তাঁকে, আর এই সময়ে কখনোই লেবাননের কোথাও নিরাপদ বোধ করেননি রিহাব।

Dec 4, 2024 - 05:12
 0  3
খাবার টেবিলে দুই মেয়ে ও স্বামীর সঙ্গে রিহাবের হাসি-আনন্দে ভরা শেষ স্মৃতি

লেবাননে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা থেকে বাঁচতে গত বছর প্রথমবার বাড়ি ছেড়ে পালিয়েছিলেন রিহাব ফাউর। কিছুদিন পর আবারো পালাতে বাধ্য হন তিনি। গত এক বছরে মোট চারবার ঘর ছাড়তে হয়েছে তাঁকে, আর এই সময়ে কখনোই লেবাননের কোথাও নিরাপদ বোধ করেননি রিহাব।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর, যখন হামাস ইসরায়েলে আক্রমণ করে, তখন থেকেই রিহাবের বাস্তুচ্যুত হওয়ার যাত্রা শুরু হয়। এর পর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক আক্রমণ শুরু করে, যা আজও চলছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালানোর পর ইসরায়েলও লেবানন সীমান্তে হামলা শুরু করে।

গত বছর রিহাব ও তাঁর পরিবার যখন বোমা হামলার কারণে প্রথমবার বাড়ি ছেড়ে পালিয়ে, তখন তাঁরা বৈরুতের শহরতলিতে রিহাবের বাবার বাড়িতে আশ্রয় নেন। সেখানে কিছুদিন কাটানোর পর, ইসরায়েলের আক্রমণের কারণে আবার তাদের পালিয়ে যেতে হয়।

রিহাবের দুই মেয়ে, টিয়া (৮) ও নায়া (৬), নতুন স্কুলে ভর্তি হওয়ার পরও যখন বোমা হামলা অব্যাহত থাকে, তখন তাঁরা আরও একবার তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যান। সেপ্টেম্বরে লেবাননে হামলা জোরদার হওয়ার পর, তাঁরা আবারো অন্যত্র আশ্রয় নেন। তবে এর পরেও জীবন স্বাভাবিক হয়নি।

অবশেষে, রিহাব তাদের নতুন বাসায় যখন কিছুটা গুছিয়ে নেয়, তখন ইসরায়েলি বোমার আঘাতে সেই ভবনটি গুঁড়িয়ে যায়। এই হামলায় ২২ জন নিহত হন, এবং রিহাব গুরুতর আহত হন।

রিহাবের স্বামী সাঈদ ও দুই মেয়ে টিয়া ও নায়ার মৃত্যুর খবর পরে জানা যায়, যা ছিল তার জন্য একটি বিপর্যয়কর ঘটনা। হাসপাতালে চেতনা ফিরে আসার পর, রিহাব বারবার মেয়েদের হাসির দৃশ্য মনে করতে থাকেন, তবে যখনই চোখ খুলতেন, তিনি শূন্যতার সঙ্গেই মুখোমুখি হতেন।

এখনো রিহাবের দিন কাটে তার প্রিয়জনদের কথা মনে করে। তিনি বলেন, "নায়া আমার অনেক অনুরক্ত ছিল, আর টিয়া তার দাদা-দাদির সঙ্গে থাকলে খুব খুশি হতো।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow