ভাইয়ের জন্মদিনে বুলেট প্রুফ গাড়িতে উপস্থিত হলেন সালমান

লরেন্স বিষ্ণোইদের থেকে প্রাণনাশের হুমকি পেয়েও বলিউড সুপারস্টার সালমান খান দমে যাননি। বরং তিনি নিজের কাজ চালিয়ে যাচ্ছেন, জীবনের ঝুঁকি নিয়েই। বারবার প্রাণনাশের হুমকি থাকা সত্ত্বেও, ভাইয়ের সাবেক স্ত্রীর বাবার মৃত্যুর সময়েও তাকে দেখতে গিয়েছিলেন তিনি। এমনকি বাবা সিদ্দিকীর মৃত্যুতেও থেমে যাননি। তবে এই সব হুমকির পর তার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Dec 22, 2024 - 05:19
 0  0
ভাইয়ের জন্মদিনে বুলেট প্রুফ গাড়িতে উপস্থিত হলেন সালমান

লরেন্স বিষ্ণোইদের থেকে প্রাণনাশের হুমকি পেয়েও বলিউড সুপারস্টার সালমান খান দমে যাননি। বরং তিনি নিজের কাজ চালিয়ে যাচ্ছেন, জীবনের ঝুঁকি নিয়েই। বারবার প্রাণনাশের হুমকি থাকা সত্ত্বেও, ভাইয়ের সাবেক স্ত্রীর বাবার মৃত্যুর সময়েও তাকে দেখতে গিয়েছিলেন তিনি। এমনকি বাবা সিদ্দিকীর মৃত্যুতেও থেমে যাননি। তবে এই সব হুমকির পর তার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

বলিউডের জনপ্রিয় ভাইজান সালমান খান থামার পাত্র নন। তিনি নিজের মতো করেই চলাফেরা করছেন, শুটিংও চালিয়ে যাচ্ছেন একেবারে "টাইগার" অবতারে। এবার তিনি বুলেটপ্রুফ গাড়িতে করে নিরাপত্তার মধ্যে ভাই সোহেল খানের জন্মদিনে উপস্থিত হন। কালো কাচের গাড়ির ভেতর থেকেই ভক্তদের সালামও জানান সালমান।

তিনি "দাবাং খান", বলিউডের বিন্দাস ভাইজান। তাকে ভয় দেখানো সহজ নয়। যেমন, লরেন্স বিষ্ণোইদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়ে সালমান কিন্তু একটুও ভয় পাননি। বরং সব হুমকিকে অবহেলা করে, তিনি এখন ব্যস্ত তার ছবির শুটিং নিয়ে।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমান খানের নাম জড়িয়ে যাওয়ার পর থেকে তিনি লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন তার বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের শিকার হন। বন্ধুর মৃত্যু তাকে মানসিকভাবে অনেকটা ভেঙে দিয়েছে, তবে তার নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow