দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কামরুদ্দিন আহমদের মৃত্যু

ভারতের বিশিষ্ট আলেম ও দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কামরুদ্দিন আহমদ গোরখপুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Dec 22, 2024 - 10:33
 0  1
দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কামরুদ্দিন আহমদের মৃত্যু

ভারতের বিশিষ্ট আলেম ও দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কামরুদ্দিন আহমদ গোরখপুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার স্থানীয় সময় সকাল ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন। আল্লামা কামরুদ্দিন আহমদ ছিলেন ভারতের খ্যাতনামা ইসলামি স্কলার, আলেমে দীন এবং হাদিসশাস্ত্রের শিক্ষক।

আল্লামা কামরুদ্দিন গোরখপুরী ভারতের উত্তর প্রদেশের গোরখপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক শিক্ষা ইহইয়াউল উলুম মুবারকপুর এবং দারুল উলুম মৌ-এ সম্পন্ন করেন। ১৯৫৭ সালে তিনি দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিসের সনদ লাভ করেন। আল্লামা হুসাইন আহমদ মাদানীসহ বিশিষ্ট মুফাসসির ও মুহাদ্দিসদের কাছ থেকে হাদিস শাস্ত্র অধ্যয়ন করেন।

১৯৬৬ সালে তিনি দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা শুরু করেন। তার কর্মজীবনে তিনি সহিহ আল-বুখারি, সহিহ মুসলিম, তাফসির ইবনে কাসিরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রন্থ পাঠদান করেছেন। দীর্ঘ শিক্ষকতার জীবনে তিনি একাডেমিক প্রশাসক, ওয়ার্ডেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

আল্লামা কামরুদ্দিন আহমদ গোরখপুরী টানা ৬০ বছর ধরে দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা করে এসেছেন। ১৯৬৬ সাল থেকে তিনি দারুল উলুম দেওবন্দে শিক্ষকের দায়িত্ব পালন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow