হামজারের পর বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখছেন আমেরিকান তরুণ

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে নাম লেখানোর অনুমতি পেয়েছেন।

Dec 22, 2024 - 06:26
 0  1
হামজারের পর বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখছেন আমেরিকান তরুণ

**বাংলাদেশের জার্সি গায়ে উঠানোর স্বপ্নে বিভোর আমেরিকান ফুটবলার জায়ান আহমেদ**

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে নাম লেখানোর অনুমতি পেয়েছেন। এই ঘটনায় দেশজুড়ে আনন্দের জোয়ার বইছে এবং বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) হামজার পথ অনুসরণ করে আরও অনেক প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ জাতীয় দলের অংশ হওয়ার আশা করছে। বাফুফে প্রধান তাবিথ আউয়াল এ বিষয়ে জানিয়েছেন, হামজার মতো সফল ফুটবলারদের দেখে অনুপ্রাণিত হয়ে আরও বেশি প্রবাসী ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হবে, যা দেশের ফুটবল দলের শক্তি বাড়াবে।

তবে এই আনন্দের ধারাবাহিকতা এবার আরো এক প্রবাসী বাংলাদেশি ফুটবলার জায়ান আহমেদের স্বপ্নের মাধ্যমে আরও শক্তিশালী হতে চলেছে। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, ও তারেক কাজীর পর এখন বাংলাদেশের জার্সি পরার স্বপ্ন দেখছেন ২০ বছর বয়সী এই তরুণ ফুটবলার, জায়ান আহমেদ। 

জায়ান বর্তমানে আমেরিকার ভার্জিনিয়ায় বাস করেন এবং তিনি জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয় ফুটবল দলের হয়ে খেলেন। এর আগে তিনি ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়েও খেলেছেন। লেফট-ব্যাক ও উইং-এ তার খেলার দক্ষতা ইউরোপের বিভিন্ন টুর্নামেন্টে নজর কেড়েছে। ২০২১ সালে ডেনমার্কে ক্যাপেলি স্পোর্ট কাপ ও ২০১৭ সালে বার্সেলোনায় আবিইআর কাপে অংশগ্রহণ করেছিলেন তিনি। 

তবে, ইউরোপে খেলার মাঝেও জায়ান এর সবচেয়ে বড় স্বপ্ন হল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি পরা। তিনি জানিয়েছেন, “আমি একদিন বাংলাদেশের লাল-সবুজ জার্সি পরতে চাই। নিজেকে বাংলাদেশের ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।” 

২০০৪ সালে ভার্জিনিয়ায় জন্ম নেয়া জায়ানের বাবা-মা দুজনেই বাংলাদেশি, তাই বাংলাদেশের প্রতি তার আলাদা টান ও ভালোবাসা রয়েছে। সময় পেলেই পরিবারের সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। গত বৃহস্পতিবার, (২০ ডিসেম্বর) তিনি তার বাবার সঙ্গে ঢাকায় এসে পৌঁছেছেন এবং বাংলাদেশি পাসপোর্টের জন্য প্রক্রিয়া শুরু করতে চান।

জায়ানের বাবা, শরীফ আহমেদ, যিনি ৮০-৯০ এর দশকে ইস্কাটন সবুজ সংঘের হয়ে প্রথম বিভাগ ফুটবল লিগে খেলেছেন, তারও রয়েছে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা। শরীফ আহমেদ জাতীয় ফুটবল দলের অনূর্ধ্ব-১৬ স্কোয়াডে ছিলেন, যেখানে তার সঙ্গে ছিলেন দেশের অন্যতম সেরা ফুটবলার আরমান মিয়া এবং আলফাজ আহমেদ। সৌদি আরবের টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ এলেও, পারিবারিক কারণে সে সময় সৌদি যাওয়া হয়নি, যা তার জন্য আজও আক্ষেপের কারণ।

এ বিষয়ে শরীফ আহমেদ বলেন, “নিজে দেশের জার্সি পরতে না পারলেও, এখন আমার ছেলের স্বপ্ন পূর্ণ করতে চাই। আশা করি, জায়ান বাংলাদেশের জন্য খেলবে এবং দেশের ফুটবলকে আরও উজ্জ্বল করবে।” 

এভাবে, জায়ান আহমেদের মতো প্রবাসী তরুণ ফুটবলারদের স্বপ্ন বাস্তবায়িত হলে, বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন এক দিগন্তের সূচনা হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow