অস্ট্রেলিয়ায় সাংবাদিকদের সঙ্গে বিরোধে জড়ালেন কোহলিরা

আগামী ২৬ ডিসেম্বর বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। তার আগে আজ (রোববার) মেলবোর্নের জাংশন ওভালে দুই দেশের সংবাদকর্মীদের নিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে ভারতীয় দল সেই ম্যাচে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।

Dec 22, 2024 - 10:38
 0  1
অস্ট্রেলিয়ায় সাংবাদিকদের সঙ্গে বিরোধে জড়ালেন কোহলিরা

আগামী ২৬ ডিসেম্বর বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। তার আগে আজ (রোববার) মেলবোর্নের জাংশন ওভালে দুই দেশের সংবাদকর্মীদের নিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে ভারতীয় দল সেই ম্যাচে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।

ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সের পাশাপাশি, এখন কেবল ক্রিকেট নয়, তারা নিজেদের দেশের সংবাদকর্মীদের সঙ্গেও তর্কে জড়াচ্ছে। গতকাল শনিবার, অস্ট্রেলিয়ান সাংবাদিকদের কোনো প্রশ্ন না নেয়ার কারণে সফরকারী অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এরপর ভারতের সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘প্রেস ম্যাচ’ও বয়কট করেছে ভারতীয় দল, যা অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ জানায়।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে রোমাঞ্চকর ও সৌহার্দপূর্ণ লড়াই ক্রমেই তিক্ত হয়ে উঠছে, যার শুরু হয়েছিল মেলবোর্ন বিমানবন্দরে বিরাট কোহলির এক নারীদের সাংবাদিকের সঙ্গে তর্কের মাধ্যমে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কোহলি মেলবোর্ন বিমানবন্দরে এক নারী সাংবাদিকের দিকে তেড়ে যান, যিনি কোহলির স্ত্রী আনুশকা শর্মা ও সন্তানদের ছবি তোলার চেষ্টা করছিলেন। এতে ক্ষুব্ধ কোহলি ওই সাংবাদিককে শাসিয়ে ছবি না তোলার অনুরোধ করেন। তবে ওই সাংবাদিক পাল্টা বলেন, বিমানবন্দর একটি পাবলিক প্লেস হওয়ায় অনুমতির প্রয়োজন নেই ছবি তোলার ক্ষেত্রে।

এদিকে, রবীন্দ্র জাদেজার বক্তব্য নেয়া নিয়ে অস্ট্রেলিয়ান সাংবাদিকরা বাধার মুখে পড়েন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাদের নির্দেশ দেয় যে, জাদেজাকে প্রশ্ন করা যাবে না। এর পর জাদেজা শুধুমাত্র ভারতীয় গণমাধ্যমের সঙ্গে হিন্দিতে কথা বলেন। অস্ট্রেলিয়ান সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে, ভারতীয় টিম ম্যানেজার মোলিন পারিখ তাদের ‘সময় নেই’ বলে জানান এবং একপর্যায়ে সাংবাদিকদের 'দয়া করে ক্যামেরা নামান' বলেও মন্তব্য করেন।

জাদেজার এমন আচরণ নিয়ে অস্ট্রেলিয়ান গণমাধ্যমের মন্তব্য, পুরো মৌসুমে ভারতীয় দলের সংবাদ সম্মেলন ইংরেজি প্রশ্ন দিয়ে শুরু হলেও, গতকাল তিনি ৩০ মিনিট দেরিতে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে শুধুমাত্র হিন্দি ভাষায় উত্তর দেন। এরপর দ্রুত তাকে বাসে তুলে নেয় টিম ম্যানেজার মোলিন পারিখ।

এর আগে, পার্থ টেস্টে জয় নিয়ে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করে ভারত। তারপর, অস্ট্রেলিয়া অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে জয়ী হয়ে বড় ব্যবধানে এগিয়ে যায়। তৃতীয় টেস্টে ব্রিসবেনে প্রায় হারতে হারতে ড্র হয়, তবে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া হতাশ হয়। বর্তমানে ১-১ সমতায় রয়েছে বোর্ডার-গাভাস্কার সিরিজ। চতুর্থ টেস্ট ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার (বক্সিং ডে) শুরু হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow