যুবলীগ নেতার আতঙ্কে নিজের প্রতিষ্ঠান খুলতে পারছেন না ফারুক

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা আমিন বাজারে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারির ব্যবসা প্রতিষ্ঠানে দেড় বছর ধরে তালা লাগিয়ে রাখার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাব্বি আমিনের বিরুদ্ধে। 

Dec 22, 2024 - 09:38
 0  0
যুবলীগ নেতার আতঙ্কে নিজের প্রতিষ্ঠান খুলতে পারছেন না ফারুক

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা আমিন বাজারে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারির ব্যবসা প্রতিষ্ঠানে দেড় বছর ধরে তালা লাগিয়ে রাখার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাব্বি আমিনের বিরুদ্ধে। 

এ ঘটনায় রোববার সকাল সাড়ে ৯টায় সিড্যা আমিন বাজারে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ফারুক হোসেন বাবুল ও তার পরিবার। সংবাদ সম্মেলনে তারা জানান, দোকানের তালা খুলতে গিয়ে একাধিকবার বাধা ও হুমকির শিকার হয়েছেন। 

ভুক্তভোগী ফারুক হোসেন বাবুল বলেন, "অবসরের টাকা দিয়ে সিড্যা আমিন বাজারে দুইটি দোকান কিনেছি। দোকান কিনে সবকিছু বৈধভাবে নামজারি করলেও, যুবলীগের জিয়াউর রহমান জিয়া ও ছাত্রলীগের সাবেক নেতা রাব্বি আমিন দুই ভাই মিলে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমার দোকান দেড় বছর ধরে তালাবদ্ধ করে রাখে। দোকানের তালা খুলতে গিয়ে বারবার বাধা ও হুমকির সম্মুখীন হতে হয়।"

তিনি আরও জানান, "এই বিষয়ে থানায় অভিযোগ করতে গেলেও আমাদের অভিযোগ গ্রহণ করা হয়নি। আমি চাই, প্রশাসন আমাকে দোকান খুলে বৈধভাবে ব্যবসা করার সুযোগ প্রদান করুক।"

এ বিষয়ে রাব্বি আমিন বলেন, "ওই দোকানের ভিটা আমার দাদা তার বন্ধু মেছের আলী মৃধাকে দিয়েছিলেন। পরে মেছের আলির কাছ থেকে ১২ লাখ টাকা দিয়ে ফারুক হোসেন বাবুল দোকানটি কিনেছে। তবে ওই দোকানের ভিতর আমাদের ২৭ পয়েন্ট জমি রয়েছে, তাই দোকানটি বন্ধ রাখা হয়েছিল।"

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মাইনউদ্দিন বলেন, "বিষয়টি আমি জানি না। যদি লিখিতভাবে আমাকে জানানো হয়, তবে আমি আইনানুগ ব্যবস্থা নেব।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow