গাজীপুরে বোতাম কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪টি ইউনিট

গাজীপুরের শ্রীপুরে এম ইউ ক্রিমস লিমিটেড নামক একটি বোতাম তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত তৎপরতা চালাচ্ছে।

Dec 22, 2024 - 10:22
 0  0
গাজীপুরে বোতাম কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪টি ইউনিট

গাজীপুরের শ্রীপুরে এম ইউ ক্রিমস লিমিটেড নামক একটি বোতাম তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত তৎপরতা চালাচ্ছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।  

কারখানা কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেখানে একাধিক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় কারখানার কর্মচারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

কারখানার শ্রমিক রুহুল আমিন বলেন, হঠাৎ কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। তাতে কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে করছি। কেমিক্যাল গুদামের মজুত ড্রাম বিস্ফোরণ হচ্ছে। তাতে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুণ নিয়ন্ত্রণের বাইরে এবং তা আশপাশে ছড়িয়ে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow