ভারত থেকে ১৯০০ টন আলু আমদানি
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১ হাজার ৯০০ টন আলু আমদানি হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল বন্দর রেল স্টেশনে আলুর চালানটি প্রবেশ করে।
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১ হাজার ৯০০ টন আলু আমদানি হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল বন্দর রেল স্টেশনে আলুর চালানটি প্রবেশ করে।
বেনাপোল স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স বাংলাদেশ লজিস্টিক সার্ভিস (বিএলএস) পণ্য চালানটি ছাড় করানোর জন্য বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র জমা দিয়েছে। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম শেষে আলুগুলো বেনাপোল বন্দর থেকে নওয়াপাড়ায় খালাসের জন্য পাঠানো হয়েছে। পরে নওয়াপাড়া থেকে আলু ঢাকার পাশাপাশি চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় পাঠানো হবে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের কার্তারপুর শহর থেকে আলুগুলো এসেছে। আমদানিকারক প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দ্রুত খালাসের জন্য সহায়তা করা হয়েছে।
বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল নামক রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেছে। আমদানিকারক রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ। একটি কার্গো ট্রেনের ৪২টি ওয়াগনে মোট ৩৮ হাজার ব্যাগ আলু আমদানি হয়েছে, যার মোট ওজন ১৯ লাখ কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ৪ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতিকেজি আলুর মূল্য প্রায় সাড়ে ২৮ টাকা।
What's Your Reaction?