সাকিবদের হারিয়ে প্রথম জয় পেল রংপুর রাইডার্স

ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার কাছে পরপর দুই ম্যাচে হেরে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশের রংপুর রাইডার্স। তবে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগে ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে গায়ানার আমাজন ওয়ারিয়র্সকে হারাতে হতো। বাংলাদেশ সময় আজ সকালে প্রভিডেন্সে স্বাগতিকদের ১৫ রানে হারিয়ে সেই সম্ভাবনা জিইয়ে রেখেছে সোহানের দল।

Dec 5, 2024 - 05:08
 0  8
সাকিবদের হারিয়ে প্রথম জয় পেল রংপুর রাইডার্স

তানজিম সাকিবদের হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে রইল রংপুর রাইডার্স

ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার কাছে পরপর দুই ম্যাচে হেরে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশের রংপুর রাইডার্স। তবে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগে ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে গায়ানার আমাজন ওয়ারিয়র্সকে হারাতে হতো। বাংলাদেশ সময় আজ সকালে প্রভিডেন্সে স্বাগতিকদের ১৫ রানে হারিয়ে সেই সম্ভাবনা জিইয়ে রেখেছে সোহানের দল।

ফাইনালে ওঠার সমীকরণ:
আগামীকাল লাহোর কালান্দার্সকে হারাতে পারলে ফাইনালে উঠতে পারে রংপুর রাইডার্স। তবে শুধু জয় যথেষ্ট নয়, রান রেটের হিসাবও মেলাতে হবে। পাঁচ দলের এই লিগে শেষ ম্যাচ হওয়ায় রংপুরের জন্য সমীকরণ কষা কিছুটা সহজ হবে। এখনো কাগজে-কলমে পাঁচ দলেরই ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। গায়ানার দুই পেসার ডোয়াইন প্রিটোরিয়াস ও তানজিম সাকিবের তোপে মাত্র ১৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে রংপুর। প্রিটোরিয়াস ৩টি ও তানজিম ১টি উইকেট নেন। সৌম্য সরকার মাত্র ২ রান করে আউট হন।

সপ্তম ওভারে মেহেদী হাসান ইমরান তাহিরের শিকার হলে স্কোর দাঁড়ায় ২৭/৫। সেখান থেকে খুশদিল শাহ (৫৮) ও সোহান (১৫) মিলে ৬১ রানের জুটি গড়ে দলকে কিছুটা ভরসা দেন। শেষ পর্যন্ত রংপুর অলআউট হয় ২০ ওভারে ১১৭ রানে। তানজিম ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন।

জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে গায়ানাও একই চাপ অনুভব করে। ২৭ রানে ৫ উইকেট হারায় তারা। শাই হোপ (৩৫) কিছুটা প্রতিরোধ গড়লেও দলটি ১৯.১ ওভারে ১০২ রানে অলআউট হয়। রংপুরের হয়ে কামরুল ইসলাম ১৩ রানে ৪টি উইকেট নেন। মার্কিন বাঁহাতি স্পিনার হারমিত সিং ১২ রানে ৩টি উইকেট দখল করেন।

সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১১৭ (খুশদিল ৫৮, নুরুল ১৫; প্রিটোরিয়াস ৩/১৫, তানজিম ২/২১)।
গায়ানা: ১৯.১ ওভারে ১০২ (হোপ ৩৫; কামরুল ৪/১৩, হারমিত ৩/১২)।
ফল: রংপুর রাইডার্স ১৫ রানে জয়ী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow