খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া'র সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া'র সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চীনা রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে উপস্থিত হন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের সাক্ষাৎ শেষে রাত ৮টা ৫০ মিনিটে চীনের রাষ্ট্রদূত বাসভবন ত্যাগ করেন। এছাড়া, চীনের পক্ষ থেকে খালেদা জিয়াকে একটি ঐতিহ্যবাহী চীনা দেয়ালচিত্র উপহার দেওয়া হয়।
এর আগে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া'র সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার, সৌদি আরবের রাষ্ট্রদূত এবং পাকিস্তানের রাষ্ট্রদূতও সাক্ষাৎ করেছিলেন।
What's Your Reaction?