জমির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মো. নুরুল হক বাবুল (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল মৃত আনোয়ার উল্যার ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মো. নুরুল হক বাবুল (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল মৃত আনোয়ার উল্যার ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
ঘটনার পটভূমি
নিহতের ছেলে নুরুল আমিন স্বপনের দাবি, গত ১৩ বছর ধরে তাদের বাড়ির সামনের ৩৩ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী মুন্নার সঙ্গে বিরোধ চলছিল। কিছুদিন আগে সামাজিক সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, ৩৩ শতাংশের মধ্যে বাবুলের পরিবার ১০ শতাংশ এবং মুন্না ২৩ শতাংশ জমি পাবেন। তবে মুন্না ওই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানায়।
হামলার বিবরণ
শুক্রবার মুন্না বিরোধপূর্ণ জমি দখল করে সেখানে দেয়াল নির্মাণ শুরু করে। খবর পেয়ে বাবুল ও তার ছেলে ঘটনাস্থলে যান। সেখানে মুন্নার সহযোগীরা বাবুলের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। হামলার একপর্যায়ে বাবুল অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌমুহনী প্রাইম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশি পদক্ষেপ
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: দেশ টিভি অনলাইন
What's Your Reaction?