খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেব না আমি আগেই জানতাম: ফারুকী

বাংলাদেশ সবসময়ই পলিটিক্যাল স্যাটায়ারের জন্য উর্বর জায়গা হিসেবে পরিচিত। ২০০৭ সালে যেখানে তৈরি হয়েছিল জনপ্রিয় সিরিজ ‘৪২০’, সেখানে গত ১৫ বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতি এতটাই দেউলিয়া এবং তামাশায় পরিণত হয়েছে যে, এবার আসছে সেই ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’।

Dec 7, 2024 - 05:21
 0  2
খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেব না আমি আগেই জানতাম: ফারুকী

বাংলাদেশ সবসময়ই পলিটিক্যাল স্যাটায়ারের জন্য উর্বর জায়গা হিসেবে পরিচিত। ২০০৭ সালে যেখানে তৈরি হয়েছিল জনপ্রিয় সিরিজ ‘৪২০’, সেখানে গত ১৫ বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতি এতটাই দেউলিয়া এবং তামাশায় পরিণত হয়েছে যে, এবার আসছে সেই ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’। বৃহস্পতিবার ফেসবুকে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে সিরিজটির একটি রিলস পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে ঢাকার একটি রাজপথের দৃশ্য। তিনি জানিয়েছেন, শিগগিরই জনপ্রিয় সিরিজটি প্রচারে আসবে।

‘৮৪০’-এর ঘোষণা আসতে না আসতেই শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নির্মাতা নিজেই সিরিজটির ট্রেলার ফেসবুকে শেয়ার করেন। ফারুকী আগের জনপ্রিয় সিরিজ ‘৪২০’তে দেশের রাজনৈতিক চিত্র তুলে ধরেছিলেন এবং প্রায় দুই দশক পর এবার ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’ নির্মাণ করেছেন, যার পূর্ণ নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।

ফারুকী তার আগের ফেসবুক পোস্টে লিখেছিলেন, "আগের অন্তর্বর্তী সরকারের সময় বানিয়েছিলাম ‘৪২০’। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সেই রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে।" তিনি আরও বলেন, "খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেব না আমি আগেই জানতাম। এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে, তা না হলে এটা কোন সাহসে বানালাম?"

নির্মাতা ফেসবুকে ট্রেলার পোস্ট করে লিখেছেন, "গত শীতে আমরা যখন এটা শুটিং করছিলাম, তখনও জানি না, আদৌ এটা দেখানো যাবে কিনা। আর আজকে ‘৮৪০’–এর ট্রেলার আপনাদের সঙ্গে শেয়ার করছি। আবেগে কাবু হওয়ার কারণে একটা ভালো ক্যাপশনও লিখতে পারলাম না। অনুগ্রহ করে ট্রেলার দেখুন।"

নতুন এই কাজের ব্যাপারে নির্মাতা আগেই জানিয়েছিলেন, খুব শিগগির ‘৮৪০’ মুক্তি পাবে, তবে এটি সিনেমা, টিভি ধারাবাহিক বা ওয়েব কনটেন্ট কোনটা হবে, সে সম্পর্কে কিছু বলেননি তিনি। তবে খুব শিগগিরই এ বিষয়ে জানা যাবে।

৩ মিনিট ৬ সেকেন্ডের এই পলিটিক্যাল স্যাটায়ারের ট্রেলারটি প্রকাশের পর প্রশংসা পেয়েছে নেটিজেনদের কাছ থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ট্রেলার নিয়ে আলোচনা শুরু হয়েছে। তারকাবহুল এই কনটেন্টের ট্রেলারে দেখা গেছে মারজুক রাসেল, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, জয়সহ অনেক পরিচিত মুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow