রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাত ৮টায় জোহা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে পুনরায় জোহা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাত ৮টায় জোহা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে পুনরায় জোহা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উন্মুক্ত বিতর্কের আহ্বান
বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষকদের সঙ্গে পোষ্য কোটার যৌক্তিকতা নিয়ে উন্মুক্ত বিতর্কের আয়োজনের আহ্বান জানান। শিক্ষার্থীরা বলেন, "যদি শিক্ষকরা পোষ্য কোটার যৌক্তিকতা প্রমাণ করতে পারেন, তাহলে এটি বহাল থাকবে, অন্যথায় এটি বাতিল করতে হবে।"
স্লোগানে মুখরিত ক্যাম্পাস
সমাবেশে শিক্ষার্থীরা "কোটা না মেধা, মেধা মেধা," "পোষ্য কোটার কবর দাও," "মেধাবীদের মুক্তি চাই" প্রভৃতি স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করেন।
শিক্ষার্থীদের বক্তব্য
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, "স্বাধীন বাংলাদেশে বৈষম্যমূলক পোষ্য কোটার কোনো স্থান নেই। এটি বাতিল না হলে স্থিতিশীল বাংলাদেশও থাকবে না।" তিনি আরও বলেন, "জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল সব ধরনের কোটার যৌক্তিক সংস্কার। পোষ্য কোটা এখনো বহাল থাকায় আমাদের আন্দোলন চলবে।"
ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদি হাসান মারুফ বলেন, "রক্ত দিয়ে হলেও পোষ্য কোটা মেনে নেওয়া হবে না। এই কোটা বাতিল না হওয়া পর্যন্ত রাজশাহীতে আমাদের আন্দোলন চলবে।"
শিক্ষার্থী আল শাহরিয়ার সুমন অভিযোগ করেন, "১৪ নভেম্বর আমরা অনশনে বসেছিলাম। ভিসি আশ্বাস দিলেও এখনো কোনো সমাধান পাইনি। যদি কোটা সংস্কার না হয়, আমরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেব।"
আন্দোলনের প্রতিশ্রুতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মিশকাত চৌধুরী বলেন, "কোটা ইস্যু মীমাংসিত হওয়া সত্ত্বেও যারা এটি পুনর্বহাল করতে চাইছেন, তাদের বিদায় নিতে হবে। মেধাবীরা যথাযথ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ে পড়বে, অযোগ্যদের জন্য কোনো সুযোগ থাকবে না।"
সমাবেশে তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা পোষ্য কোটা বাতিল না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
What's Your Reaction?