পদ্মায় চলছে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠক

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার সকাল ১১টায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।

Dec 9, 2024 - 06:19
 0  3
পদ্মায় চলছে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠক

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার সকাল ১১টায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।

ভারতের পররাষ্ট্রসচিবের ঢাকা আগমন

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সোমবার সকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। তিনি বাংলাদেশ পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে আসেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের প্রথম বৈঠক।

বৈঠকের বিস্তারিত

বিক্রম মিশ্রির জন্য এটি পররাষ্ট্রসচিব হিসেবে প্রথম বাংলাদেশ সফর। বৈঠকের খসড়া সূচি অনুযায়ী, তিনি আনুষ্ঠানিক বৈঠকের আগে মো. জসীম উদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন।

অন্যান্য কর্মসূচি

বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্রসচিব মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে এখনো এই সাক্ষাৎগুলোর সময়সূচি চূড়ান্ত হয়নি।

সফরের সমাপ্তি

সোমবার রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow