বাবর আজমকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শামসি
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। যেখানে দুদলই জয়ে সিরিজ শুরুর ব্যাপারে আশাবাদী। তবে প্রোটিয়া স্পিনার তাবরেজ শামসির লক্ষ্যটা কিছুটা ভিন্ন। দলের সাফল্যের বাইরেও প্রতিপক্ষের সেরা ব্যাটার বাবর আজমকে কঠিন চ্যালেঞ্জ জানাতে চান এই স্পিনার।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। যেখানে দুদলই জয়ে সিরিজ শুরুর ব্যাপারে আশাবাদী। তবে প্রোটিয়া স্পিনার তাবরেজ শামসির লক্ষ্যটা কিছুটা ভিন্ন। দলের সাফল্যের বাইরেও প্রতিপক্ষের সেরা ব্যাটার বাবর আজমকে কঠিন চ্যালেঞ্জ জানাতে চান এই স্পিনার।
বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দৌরাত্ম্য বাড়ছে। যে কারণে অনেক ক্রিকেটারই কেন্দ্রীয় চুক্তি থেকে দূরে রাখেন নিজেকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে এই পথ বেছে নেন। শামসিও সেই দলে। তবে জাতীয় দলের প্রয়োজনে তিনি যে এখনও নিজেকে উজাড় করে দিতে দ্বিতীয়বার ভাবেন না সেটিও জানিয়েছেন।
আসন্ন পাকিস্তান সিরিজ নিয়ে এরইমধ্যে পরিকল্পনা করতে শুরু করেছেন তিনি। প্রতিপক্ষ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন এই স্পিনার। বিশেষ পরিকল্পনা করেছেন সময়ের সেরা ব্যাটার বাবর আজমকে নিয়েও। যা নিয়ে শামসি বলেন, ‘আমি এখনও বাবর আজমকে নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করিনি, কারণ আমার মনোযোগ গায়ানার টুর্নামেন্টে ছিল। তবে মাঠে নামার আগে আমাকে কি করতে হবে সে সম্পর্কে আমার ধারণা আছে। তিনি একজন দুর্দান্ত খেলোয়াড়। আমি বিশ্লেষকদের সাথে পরিকল্পনা তৈরি করতে বসব যা দলকে উপকৃত করবে।’
কেন জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে গেছেন; এমন প্রশ্নে শামসি বলেন, ‘এটি ব্যক্তিগত কারণে, তবে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করা সবসময়ই আমার প্রথম অগ্রাধিকার ছিল। এমনকি চুক্তি প্রত্যাখ্যান করার সময় আমি স্পষ্ট করে দিয়েছিলাম; যখনই প্রয়োজন হবে আমি সবসময় জাতীয় দলের হয়ে থাকব। কারণ, দেশের হয়ে খেলা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্মানের। যা কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই তা অতিক্রম করতে পারে না। প্রতিটি ম্যাচেই আমার লক্ষ্য দলের সাফল্যে অবদান রাখা, তা আমার বোলিং বা ব্যাটিংয়ের মাধ্যমেই হোক না কেন।’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। যদিও শেষ পর্যন্ত শিরোপা ছুঁয়ে দেখা হয়নি দলটির। আর এই হার যে এখনও শামসিকে পোড়ায় সেটা জানিয়েছেন অভিজ্ঞ এই স্পিনার। তিনি বলেন, ‘ফাইনাল হেরে যাওয়াটা ছিল হৃদয়বিদারক, বিশেষ করে যেহেতু আমরা জয়ের খুব কাছে ছিলাম। আমরা অতীত পরিবর্তন করতে পারি না। আমাদের ফোকাস এখন ভবিষ্যতের দিকে এবং আমাদের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কাজ করতে হবে।’
What's Your Reaction?