কীর্তি গড়তে মাহমুদউল্লাহর প্রয়োজন ২ ছক্কা, মিরাজের ৩ উইকেট
সবশেষ ম্যাচেই ছক্কায় ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি গড়েছেন তিনি। সেই তার সামনে এবার সুযোগ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলকে ছাড়িয়ে যাওয়ার। আর সেটা সম্ভব হবে মাত্র দুটি ছক্কা হাঁকানো গেলেই।
সবশেষ ম্যাচেই ছক্কায় ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি গড়েছেন তিনি। সেই তার সামনে এবার সুযোগ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলকে ছাড়িয়ে যাওয়ার। আর সেটা সম্ভব হবে মাত্র দুটি ছক্কা হাঁকানো গেলেই।
অর্থাৎ দুই ছক্কার চ্যালেঞ্জ নিয়ে আজ মাঠে নামবেন মাহমুদউল্লাহ। ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর কীর্তিটা ক্যারিবীয় কিংবদন্তি গেইলের। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ২০টি ছক্কা আছে এই সাবেক কিংবদন্তির।
তাকেই আজ ছাড়িয়ে যাওয়ার সামনে মাহমুদউল্লাহ। বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটারের ক্যাবিরীয়দের বিপক্ষে ছক্কার সংখ্যা ১৯টি। অর্থাৎ গেইলের থেকে মাত্র ১ ছক্কা দূরে মাহমুদউল্লাহ। আর দুটি ছক্কা হাঁকানো গেলে তো গেইলকেও ছাড়িয়ে যাবেন তিনি।
মাহমুদউল্লাহ অবশ্য আছেন দারুণ ছন্দে। সবশেষ ম্যাচে ৪৪ বলে ৩ ছক্কা ও ৩ চারে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। তার আগের ইনিংসে আফগানিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহ করেছেন ৯৮ রান। এমন দুর্দান্ত ছন্দে থাকা মাহমুদউল্লাহ গেইলকে ছাড়িয়ে যাবেন এমন প্রত্যাশাই করছে তার ভক্তরা।
শুধু মাহমুদউল্লাহ নয়; অধিনায়ক মেহেদী হাসান মিরাজও আছেন এক মাইলফলকের সামনে। সবশেষ ম্যাচে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে রেকর্ড ৭৪ রানের ইনিংস খেলেছেন তিনি। সেই তিনি এবার বোলিংয়ে কীর্তি গড়ার পথে। আর সেই কীর্তি গড়তে মিরাজের দরকার ৩ উইকেট।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক লড়াইয়ে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারী মাশরাফি বিন মর্তুজা এবং কেমার রোচ। দুইজনেই পেয়েছেন ৩০ উইকেট। তবে তাদের কেউই এই সিরিজে নেই। তিনে থাকা মুস্তাফিজও (২৮ উইকেট) নেই এই সিরিজে। পরের অবস্থানে থাকা মিরাজের উইকেট সংখ্যা ২৭টি। তাই মাইলফলক স্পর্শ করতে মিরাজের আজ দরকার ৩ উইকেট।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ উইকেট পেলেই দ্বিপাক্ষিক লড়াইয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে যাবেন মিরাজ। ৪ উইকেট পেলে এককভাবে শীর্ষে চলে যাবেন এই স্পিনার।
What's Your Reaction?