ইসরায়েলের বিমান হামলা সিরিয়ার উপকূলীয় এলাকায়

এবার সিরিয়ার উপকূলীয় এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালালো ইসরায়েল। বুধবার (১১ ডিসেম্বর) পশ্চিমাঞ্চলীয় দুই বন্দর নগরী লাতাকিয়া ও তারতুসের বিভিন্ন অস্ত্রাগার লক্ষ্য করে হামলার দাবি করে তেল আবিব। খবর বিবিসির।

Dec 12, 2024 - 04:53
 0  3
ইসরায়েলের বিমান হামলা সিরিয়ার উপকূলীয় এলাকায়

এবার সিরিয়ার উপকূলীয় এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালালো ইসরায়েল। বুধবার (১১ ডিসেম্বর) পশ্চিমাঞ্চলীয় দুই বন্দর নগরী লাতাকিয়া ও তারতুসের বিভিন্ন অস্ত্রাগার লক্ষ্য করে হামলার দাবি করে তেল আবিব। খবর বিবিসির।

ধ্বংস করা হয় অস্ত্রাগারগুলোতে রক্ষিত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র। শহর দুটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েল। দেইর আজ জোরের আর্মি ক্যাম্প ও সামরিক বিমানবন্দরেও তাণ্ডব চালায় নেতানিয়াহু সেনারা।

বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের ‘ঝোড়ো’ অভিযানে গত রোববার (৮ ডিসেম্বর) বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। আসাদ পালিয়ে মিত্র দেশ রাশিয়ায় আশ্রয় নেন। সর্বশেষ ২৪ বছর ক্ষমতায় ছিলেন তিনি।

এর মাধ্যমে দেশটির ১৩ বছরের গৃহযুদ্ধ ও আসাদ পরিবারের ছয় দশকের স্বৈরশাসনের অবসান হয়। সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তনকে মধ্যপ্রাচ্যের মোড় ঘুরে যাওয়া ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। সিরিয়ায় প্রায় ৫শ’ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিধ্বস্ত করা হয় যুদ্ধজাহাজ, বিমানঘাঁটি থেকে শুরু করে অনেক গোপন অস্ত্রাগার। এসব হামলায় দেশটির সামরিক বাহিনীর ৮০ শতাংশ সক্ষমতা নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow