সংসদে অচলাবস্থা আদানির ঘুসকাণ্ডে , বিজেপিকে যে বার্তা দিল কংগ্রেস

ভারতীয় ধনকুবের গৌতম আদানির ঘুসকাণ্ড নিয়ে সংসদে আলোচনা করতে চাচ্ছে না দেশটির বিজেপি সরকার। এই অভিযোগে বুধবার সকালে সংসদের বাইরে প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতারা। এ সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাতে হাসিমুখে গোলাপ ফুল ও জাতীয় পতাকা তুলে দেন রাহুল গান্ধী।

Dec 12, 2024 - 06:45
 0  8
সংসদে অচলাবস্থা আদানির ঘুসকাণ্ডে , বিজেপিকে যে বার্তা দিল কংগ্রেস

ভারতীয় ধনকুবের গৌতম আদানির ঘুসকাণ্ড নিয়ে সংসদে আলোচনা করতে চাচ্ছে না দেশটির বিজেপি সরকার। এই অভিযোগে বুধবার সকালে সংসদের বাইরে প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতারা। এ সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাতে হাসিমুখে গোলাপ ফুল ও জাতীয় পতাকা তুলে দেন রাহুল গান্ধী।

গান্ধীজির অনুকরণে শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে এটি করা হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস। চলতি শীতকালীন অধিবেশনে সংসদের দুই কক্ষেই একাধিক ইস্যুতে বারবার অচলাবস্থা দেখা যায়। এই পরিস্থিতিতে সংসদের বাইরে এমন বিরল দৃশ্য দেখা গেল। 

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ ও বিরোধিতা চলছে, সেই প্রেক্ষাপটে অহিংসার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই কর্মসূচি। 

কংগ্রেসের দাবি, বিরোধী মতকে দমিয়ে রাখতে সরকার বিভিন্ন পন্থা ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এই পদক্ষেপ নিয়েছেন। বিরোধীদের পক্ষ থেকে উপহার পাওয়া গোলাপ ও পতাকা হাতে নিয়ে বিজেপি জোটের সাংসদরা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। 

কংগ্রেস সাংসদরা বলেন, আমরা দ্বন্দ্বে বিশ্বাসী নই। শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমেই নিজেদের বক্তব্য তুলে ধরতে চাই। যদিও ক্ষমতাসীন দল এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

গত কয়েক দিন ধরেই ‘মোদি-আদানি এক হ্যায়’ লেখা টি-শার্ট পরে সংসদে আসেন কংগ্রেস সাংসদরা। মঙ্গলবার প্রিয়াংকা গান্ধীর ব্যাগেও এমনটা লেখা থাকতে দেখা গেছে। গত ২০ নভেম্বর অধিবেশন শুরুর পরই বিভিন্ন ইস্যুতে একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে শাসক ও বিরোধী দল। একদিকে কংগ্রেস আদানি ইস্যুতে সংসদে আলোচনা চাচ্ছে, অন্যদিকে বিজেপির অভিযোগ, সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে আমেরিকার ধনকুবের জর্জ সোরোসের যোগাযোগ আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow