ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফ্রাঁসোয়া বায়রু
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফ্রাঁসোয়া বায়রু। শুক্রবার (১৩ ডিসেম্বর) তার নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো। খবর রয়টার্স।
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফ্রাঁসোয়া বায়রু। শুক্রবার (১৩ ডিসেম্বর) তার নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো। খবর রয়টার্স।
৭৩ বছর বয়সী বায়রু ফ্রান্সের মধ্যম ধারার রাজনৈতিক দল ডেমোক্রেটিক মুভমেন্টের প্রতিষ্ঠাতা। কয়েক দশক ধরেই ফরাসী রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব ম্যাক্রোঘনিষ্ঠ ফ্রাঁসোয়া বায়রু। দেশটির ইতিহাসে চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ফ্রান্সের শিক্ষামন্ত্রীর দায়িত্বেও ছিলেন তিনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সরকার গঠন করবেন বায়রু।
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে পার্লামেন্টের অনাস্থা ভোটে হেরে যান সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। দায়িত্ব নেয়ার মাত্র তিন মাসের মাথাতেই পদত্যাগ করতে বাধ্য হন তিনি। ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন বার্নিয়ে।
What's Your Reaction?