র সানীর বাসায় ডাকাতির ঘটনা, চুরি হয়েছে যেসব মূল্যবান জিনিস

জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির পর এবার বসুন্ধরা আবাসিক এলাকার এইচ ব্লকে তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনায় কোনো হতাহত হয়নি, তবে বাসা থেকে চুরি হয়েছে অনেক মূল্যবান জিনিসপত্র। রোববার রাত ১২টার দিকে বাসায় ঢুকে ডাকাতির ঘটনা তিনি টের পান, বলে জানান ওমর সানী।

Dec 17, 2024 - 07:11
 0  1
র সানীর বাসায় ডাকাতির ঘটনা, চুরি হয়েছে যেসব মূল্যবান জিনিস

জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির পর এবার বসুন্ধরা আবাসিক এলাকার এইচ ব্লকে তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনায় কোনো হতাহত হয়নি, তবে বাসা থেকে চুরি হয়েছে অনেক মূল্যবান জিনিসপত্র। রোববার রাত ১২টার দিকে বাসায় ঢুকে ডাকাতির ঘটনা তিনি টের পান, বলে জানান ওমর সানী।

সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলে ওমর সানী বলেন, "আমি ছেলের কাজে বাইরে ছিলাম। রাত ১২টার পর বাড়ি ফিরে দেখি, ঘরের মেইন গেট বন্ধ। অনেক চেষ্টা করার পর বেডরুমে ঢুকতে পারছিলাম না। তখন বাড়ির কেয়ারটেকার ও ম্যানেজারকে বিকল্প উপায়ে বেডরুমে ঢুকতে বলি। ছিটকিনি খোলার পর বেডরুমে ঢুকে দেখি অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নেই। এর মধ্যে ছিল দুই কোটি টাকা প্রতারণার একটি মামলার ডকুমেন্ট, মৌসুমী ব্যবহৃত একটি আইফোন এবং আমার মেয়ের ছোটবেলার কিছু স্বর্ণালংকারও ছিল।"

ওমর সানী বসুন্ধরা আবাসিক এলাকার এইচ ব্লকে তার পরিবার নিয়ে বসবাস করেন। তার স্ত্রী, জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, এক বছর ধরে মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন। ছেলে ফারদীন এহসান স্বাধীন দুবাইয়ে ব্যবসা করছেন।

ওমর সানী আরও বলেন, "আমার ছেলে ফারদীন ব্যবসা করতে গিয়ে দুই কোটি টাকা প্রতারণার শিকার হয়েছিল। এ নিয়ে একটি মামলা চলছিল, যার রায় খুব শীঘ্রই ঘোষণা হওয়ার কথা ছিল। এই মামলার অরিজিনাল ডকুমেন্টও বাসা থেকে চুরি হয়ে গেছে।"

ডাকাতির ঘটনায় কাকে সন্দেহ করছেন, এমন প্রশ্নে ওমর সানী বলেন, "প্রথমত, আমি সন্দেহ করছি, আমার ছেলের ব্যবসায় প্রতারণা করা সেই ছেলেটিকে। দ্বিতীয়ত, আমার গাড়ির সাবেক ড্রাইভার ও বাসার কেয়ারটেকারকেও সন্দেহ করছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে পুলিশ দুইজনকে আটক করেছে।"

ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, "ওমর সানীর অভিযোগের পর আমরা তার বাসাটি পরিদর্শন করেছি। তিনি এটাকে ডাকাতি বলছেন, কিন্তু আসলে এটিকে ডাকাতি বলা যায় না। এটি চুরির ঘটনা। তবে বাসা থেকে বেশ কিছু মূল্যবান জিনিস চুরি হয়েছে। আমরা এ ঘটনায় দুইজনকে আটক করেছি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow