৫ আগস্টের পর তিন মাস ওবায়দুল কাদের দেশে ছিলেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্টের পর ৩ মাস ধরে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের দেশে ছিলেন, তবে সরকার এ বিষয়ে জানতো না। জানলে, তাকে তখনই গ্রেফতার করা হতো, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

Dec 17, 2024 - 09:12
 0  1
৫ আগস্টের পর তিন মাস ওবায়দুল কাদের দেশে ছিলেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্টের পর ৩ মাস ধরে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের দেশে ছিলেন, তবে সরকার এ বিষয়ে জানতো না। জানলে, তাকে তখনই গ্রেফতার করা হতো, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগের আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, "শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।" তিনি আরও বলেন, "হত্যা মামলার কোনো আসামির তথ্য পাওয়া গেলে, তাকে দ্রুত গ্রেফতার করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ১৬ জন এমপিকে আগেই দেশ থেকে বের করে দিয়েছেন।"

তিনি এ সময় আরও জানান, "যারা দোষী নয়, তাদের বিরুদ্ধে মামলা হলে তারা কোনো ধরনের শাস্তির মুখোমুখি হবেন না।" সভার শেষে তিনি দাবি করেন, পুলিশের মনোবল এখন পুনরুদ্ধার হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow