গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানে পরাজিত করেছে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য রেখে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথমে ৫ উইকেটে ১৪৯ রান করে। এরপর, মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে এক-sided জয় তুলে নেয় বাংলাদেশ। এর ফলে, ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

Dec 17, 2024 - 10:05
 0  2
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানে পরাজিত করেছে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য রেখে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথমে ৫ উইকেটে ১৪৯ রান করে। এরপর, মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে এক-sided জয় তুলে নেয় বাংলাদেশ। এর ফলে, ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে ১৪৯ রানে থামে বাংলাদেশ। এরপর, মালয়েশিয়াকে প্রতিরোধ গড়ার কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। মাত্র ১৪.৫ ওভারে মালয়েশিয়া ২৯ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশ ১২০ রানের বিশাল ব্যবধানে জিতে তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে।

মালয়েশিয়ার ব্যাটাররা কোনোভাবেই থিতু হতে পারেনি। তাদের মধ্যে কোনো ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেনি। ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন সর্বোচ্চ ৫ রান করেছেন। বাকিরা ছিলেন একদম নিরব—০, ৩, ৩, ০, ১, ১, ২, ১, ১ ও ০ রান করে আউট হন। অতিরিক্ত থেকে আসে ১২ রান, যা মূলত তাদের মোট রান ২৯ হওয়ার অন্যতম কারণ।

বাংলাদেশের বোলিং ছিল একেবারে নিখুঁত। অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে ৩ রান দিয়ে ৫ উইকেট নেন, পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ উইকেট নেন এবং লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে ২ উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৪৯/৫ (ছোঁয়া ২৬, ইভা ১৯, সুমাইয়া ১, জান্নাতুল ৪৫*, সুমাইয়া ১২, আফিয়া ৩, সাদিয়া ৩১*; মানিভানান ৪-০-৩৭-০, সিউহাদা ৪-০-৩২-০, দানিয়েল ৪-০-২৫-২, মারসিয়া ৪-০-১৯-৩, নোরমিজান ৪-০-৩১-০)।

মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯: ১৪.৫ ওভারে ২৯ (হাইরুন ৫, নাবিল ৩, সাইফিকা ৩; ফারজানা ৩-১-৮-০, নিশিতা ৩.৫-১-৩-৫, আনিসা ৪-১-৫-২, হাবিবা ৪-১-৫-৩)।

ফল: বাংলাদেশ ১২০ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ: জান্নাতুল মাওয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow