নিক্সন চৌধুরীকে দাদাভাই পরিচয় দেওয়া আহাদকে গ্রেফতার করা হয়েছে

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদ থেকে বালু ও মাটি চুরি করার অভিযোগে এবং সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর ভাই পরিচয় দেওয়া মো. আহাদুজ্জামান খাঁ ওরফে আহাদকে গ্রেফতার করেছে পুলিশ। 

Dec 17, 2024 - 10:25
 0  1
নিক্সন চৌধুরীকে দাদাভাই পরিচয় দেওয়া আহাদকে গ্রেফতার করা হয়েছে

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদ থেকে বালু ও মাটি চুরি করার অভিযোগে এবং সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর ভাই পরিচয় দেওয়া মো. আহাদুজ্জামান খাঁ ওরফে আহাদকে গ্রেফতার করেছে পুলিশ। 

সদরপুর থানা পুলিশ সোমবার সন্ধ্যায় চন্দ্রপাড়া বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এ বিষয়ে সদরপুর থানার ওসি মো. মোতালেব হোসেন জানান, আহাদুর বিরুদ্ধে সদরপুর থানায় একাধিক মামলা রয়েছে। আহাদ সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খানের ছেলে। 

জানা গেছে, ২০১৪ সাল থেকে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর নাম ও ভাই পরিচয় দিয়ে ক্ষমতা ও অর্থের মালিক হয়ে ওঠেন আহাদ। 

স্থানীয়দের মতে, ১৯৮৪ সালে সদরপুর উপজেলার চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয়ে দফতরি হিসেবে চাকরি পেয়ে সংসার চালানোর সংগ্রামে ব্যস্ত ছিলেন আহাদ। তবে ২০১৪ সালে নিক্সন চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পর তার সঙ্গে যোগদান করেন আহাদ। এরপর নিক্সন চৌধুরীকে দাদা-ভাই বলে সম্বোধন করে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন তিনি। 

এলাকাবাসীর অভিযোগ, গরিব মানুষের জমি ও জায়গা দখলে তিনি সিদ্ধহস্ত ছিলেন। তার নিজ বাড়ির পাশেই পদ্মা ও আড়িয়াল নদী অবস্থিত, যেখানে অবৈধভাবে বালু উত্তোলন করে চন্দ্রপাড়ায় বালুমাটির স্তুপ তৈরি করেন। এসব স্তুপ থেকে বালু বিক্রি শুরু করেন, যা শত বিঘা জমির ওপর তৈরি হয়েছিল। 

ওসি মো. মোতালেব হোসেন জানান, আহাদের বিরুদ্ধে বিভিন্ন মানুষের অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রুজু করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow