বেহাল’ ব্রাজিল ফুটবলের দায়িত্ব নিতে চান রোনালদো, চূড়ান্ত ঘোষণা এল

স্মরণকালের সবচেয়ে বাজে সময় পার করছে ব্রাজিল ফুটবল। দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বকাপ জয়ের স্বাদ থেকে বঞ্চিত তারা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও দলটির পারফরম্যান্স হতাশাজনক। একদিকে যেখানে আর্জেন্টিনা বিশ্বকাপ এবং জোড়া কোপা আমেরিকা জিতে উড়ছে, সেখানে ব্রাজিলের এমন ফর্ম দেশটির সাবেক ফুটবলার এবং সমর্থকদের হতাশ করছে। 

Dec 17, 2024 - 10:34
 0  2
বেহাল’ ব্রাজিল ফুটবলের দায়িত্ব নিতে চান রোনালদো, চূড়ান্ত ঘোষণা এল

স্মরণকালের সবচেয়ে বাজে সময় পার করছে ব্রাজিল ফুটবল। দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বকাপ জয়ের স্বাদ থেকে বঞ্চিত তারা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও দলটির পারফরম্যান্স হতাশাজনক। একদিকে যেখানে আর্জেন্টিনা বিশ্বকাপ এবং জোড়া কোপা আমেরিকা জিতে উড়ছে, সেখানে ব্রাজিলের এমন ফর্ম দেশটির সাবেক ফুটবলার এবং সমর্থকদের হতাশ করছে। 

এই হতাশা কাটিয়ে ব্রাজিল ফুটবলের গৌরবময় অতীত ফিরিয়ে আনতে এবার নিজেই দায়িত্ব নিতে চান ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিও। আগেই তিনি জানিয়েছিলেন যে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি হতে চান। এবার তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আসন্ন সিবিএফ নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বেন।

সম্প্রতি একটি বিবৃতিতে রোনালদো বলেছেন, "আমি সিবিএফের সভাপতি পদে প্রার্থী হতে চাই। আমার অনেক ভালো পরিকল্পনা আছে। তবে আমি আগে ক্লাব ফেডারেশনের সভাপতিদের কাছে বার্তা দিতে চাই। আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করতে চাই, তাদের চিন্তা-ভাবনা জানার জন্য আমি পুরো ব্রাজিলজুড়ে ভ্রমণ করব।"

২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে জয়ী হতে রোনালদোকে অন্তত চারটি স্টেট ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে। সমর্থন জোগাড়ের জন্য তিনি ব্রাজিলজুড়ে সফরের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ব্রাজিলের সোনালী অতীত ফিরিয়ে আনার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান রোনালদো। তিনি বলেন, "আমার মধ্যে অনেক তাড়না কাজ করছে। সবচেয়ে বড় তাড়না হচ্ছে ব্রাজিলের ফুটবলকে আবারও বৈশ্বিক স্তরে ফিরিয়ে আনা। প্রায়ই আমাকে রাস্তায় দাঁড়িয়ে মানুষ বলে, 'ফিরে আসুন, খেলায় ফিরুন!' কারণ জাতীয় দলের অবস্থা এখন খুব একটা ভালো নয়। মাঠে ও মাঠের বাইরে কিছুই ঠিক নেই।"

রোনালদো আরও বলেন, "সাবেক ফুটবলারদের এবং সঠিক নায়কদের কথা শোনা হবে আমার ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটি দিক। আমার লক্ষ্য হবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের সামনে নিয়ে আসা এবং সিবিএফকে ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা।"

এখন ব্রাজিল ফুটবল বিশ্বের নজর তার দিকে, যেখানে রোনালদো তার পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন দেশের ফুটবলকে আবারও বিশ্বের শীর্ষে পৌঁছানোর জন্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow