যেকোনো ঘটনার পর লেজ তুলে পালিয়ে যাওয়া হল আ.লীগের স্বভাব: টুকু
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, "গত ১৬ বছর ধরে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের দোকান খুলে টোটকা মলম বিক্রি করেছেন; কিন্তু ইতিহাস আসলে তা নয়। তাদের ইতিহাস হলো পলায়ন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তারা পালিয়ে গিয়েছিল।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, "গত ১৬ বছর ধরে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের দোকান খুলে টোটকা মলম বিক্রি করেছেন; কিন্তু ইতিহাস আসলে তা নয়। তাদের ইতিহাস হলো পলায়ন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তারা পালিয়ে গিয়েছিল। কাউকে খুঁজে পাওয়া যায়নি। ৭১-এর পরে গাছের পাতাও বাকশাল ছিল, কিন্তু ১৫ আগস্টের পর তাদের নেতার লাশ পড়ে থাকলেও সবাই পালিয়ে গিয়েছিল। তাদের স্বভাব হলো, কিছু হলেই লেজ তুলে মামু বাড়িতে পালিয়ে যায়।"
বুধবার বিকালে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, "শেখ মুজিব ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দেননি। সেটা ছিল প্রধানমন্ত্রীত্ব প্রাপ্তির ভাষণ। তবে, সেটি ছিল তার জীবনের শ্রেষ্ঠ বক্তৃতা। স্বাধীনতার ঘোষণা হলে ওই জনসভা থেকে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত। স্বাধীনতার প্রকৃত ঘোষণা এসেছিল জিয়াউর রহমানের কাছ থেকে। তার ঘোষণায় উদ্বেলিত হয়ে বাংলার জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।"
তিনি আরও বলেন, "নরেন্দ্র মোদি বলছে, এ দেশের সাত কোটি মানুষের বিজয়ের ইতিহাস নাকি তাদের। মোদির এই ঔদ্ধত্যের দায় শুধু আওয়ামী লীগের।"
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "এখন সামনে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী প্রকাশ্যে আসবে, তবে তাদের জায়গা বিএনপিতে হবে না। আপনারা আনন্দ উল্লাসে মেতে উঠবেন না। বিএনপিকে ক্ষমতায় আনতে হবে ভোটের মাধ্যমে। এজন্য মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।"
এছাড়া বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু প্রমুখ।
What's Your Reaction?