দীক্ষা ও রিফা চ্যাম্পিয়ন

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এবং রোলার স্কেটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন রিফা। বুধবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ব্যাডমিন্টনের জুনিয়র গ্রুপ একক প্রতিযোগিতায় রিফা চ্যাম্পিয়ন এবং শারিকা রানারআপ হন।

Dec 19, 2024 - 04:44
 0  2
দীক্ষা ও রিফা চ্যাম্পিয়ন

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এবং রোলার স্কেটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন রিফা। বুধবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ব্যাডমিন্টনের জুনিয়র গ্রুপ একক প্রতিযোগিতায় রিফা চ্যাম্পিয়ন এবং শারিকা রানারআপ হন।

সিনিয়র গ্রুপের একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন রিফা এবং রানারআপ হন মুনা। সিনিয়র বিভাগের দ্বৈত প্রতিযোগিতায় সাইকা ও মুনা জুটি চ্যাম্পিয়ন এবং রুবি ও প্রীতি জুটি রানার্সআপ হন।

রোলার স্কেটিংয়ে বিভিন্ন গ্রুপে চ্যাম্পিয়ন হন: এ-গ্রুপে দীক্ষা, বি-গ্রুপে উদীতা, সি-গ্রুপে অথৈ, ডি-গ্রুপে মন, ই-গ্রুপে আশরাফি এবং এফ-গ্রুপে রোজা। 

বালকদের স্কেটিংয়ে চ্যাম্পিয়ন হন: এ-গ্রুপে আহনাফ, বি-গ্রুপে আয়ান, সি-গ্রুপে আরিব, ডি-গ্রুপে তাওসিফ এবং ই-গ্রুপে পিয়াস।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আনজুমান আরা আকসির। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow