বেবি জন’ মুক্তির আগেই আল্লু অর্জুনকে বড় দুঃসংবাদ দিলেন নির্মাতা ক্যালিস

ক্যালিস পরিচালিত ‘বেবি জন’-এর প্রচার ঝলকে নজর কেড়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। বর্তমানে ছবির প্রচার চলছে এবং বড়দিনে মুক্তি পাচ্ছে ‘বেবি জন’। ছবিটি একদিকে যেখানে পারিবারিক গল্প, অন্যদিকে রয়েছে বিশেষ বার্তা, যা ক্যালিসের মতে বক্স অফিসে হিট করবে। তাদের বিশ্বাস, আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’-এর সঙ্গে এই ছবি টেক্কা দেবে। 

Dec 19, 2024 - 05:09
 0  2
বেবি জন’ মুক্তির আগেই আল্লু অর্জুনকে বড় দুঃসংবাদ দিলেন নির্মাতা ক্যালিস

ক্যালিস পরিচালিত ‘বেবি জন’-এর প্রচার ঝলকে নজর কেড়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। বর্তমানে ছবির প্রচার চলছে এবং বড়দিনে মুক্তি পাচ্ছে ‘বেবি জন’। ছবিটি একদিকে যেখানে পারিবারিক গল্প, অন্যদিকে রয়েছে বিশেষ বার্তা, যা ক্যালিসের মতে বক্স অফিসে হিট করবে। তাদের বিশ্বাস, আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’-এর সঙ্গে এই ছবি টেক্কা দেবে। 

‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর আল্লু অর্জুনের এই ছবি করোনা অতিমারীতেও বক্স অফিসে বিপুল সাড়া জাগিয়েছিল। দর্শকরা ফের হলমুখী হয়েছিলেন সেই ছবির জন্য। সেই একই সাফল্য বজায় রেখেছে ‘পুষ্পা ২: দ্য রুল’, যার প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে ছিল দর্শকের ভিড়। সারা দেশে আল্লু অর্জুনের জয়জয়কার, তবে বলিউডে এই প্রজন্মের মহাতারকার জায়গা কে পাবেন, তার উত্তর দিয়েছেন ‘বেবি জন’-এর পরিচালক ক্যালিস। 

‘জওয়ান’ ছবিতে সহ-পরিচালক হিসেবে কাজ করা ক্যালিস বলেন, বরুণ ধাওয়ানের সঙ্গে এটি তার প্রথম কাজ, এবং তিনি অভিনেতার অভিনয়ে মুগ্ধ। ক্যালিসের মতে, বরুণ একাধারে আবেগী দৃশ্য এবং লড়াইয়ের দৃশ্যে পারদর্শী। তিনি বলেন, “বরুণ খুবই প্রতিভাবান এবং ছবিতে তার অভিনয় সকলকে চমকে দেবে। বলিউডের আল্লু অর্জুনের জায়গা এখন বরুণের।” 

‘বেবি জন’ এর পরিচালক আরও জানান, বরুণ সব ধরনের চরিত্রে সাবলীল। নাচের দৃশ্য থেকে গুরুগম্ভীর দৃশ্য— সব ক্ষেত্রেই তার অভিনয় মানানসই। তাই, ক্যালিসের বিশ্বাস, বরুণ ধাওয়ান দক্ষিণী চলচ্চিত্রে আল্লু অর্জুনের মতোই খ্যাতি অর্জন করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow