টঙ্গীতে তুলার গুদামে আগুন, পুড়ে ছাই মালামাল
গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে, দিবাগত পৌনে ১টায় দক্ষিণ আউচপাড়ায় হাফেজ নজরুল ইসলামের গুদামে এই আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পাশের একতা টাওয়ারে ছড়িয়ে পড়লে ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন
গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে, দিবাগত পৌনে ১টায় দক্ষিণ আউচপাড়ায় হাফেজ নজরুল ইসলামের গুদামে এই আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পাশের একতা টাওয়ারে ছড়িয়ে পড়লে ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, রাত পৌনে ১টার দিকে হাফেজ নজরুল ইসলামের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন তৈরি করা তুলা, কাপড়, আসবাবপত্র এবং মেশিনপত্রে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন গুদামের পাশের ৮ তলা বিশিষ্ট একতা ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। এতে ওই ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
গুদাম মালিক হাফেজ নজরুল ইসলাম জানান, "আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেছে। প্রায় ২০-২৫ লাখ টাকার তুলা, কাঁচামাল এবং মেশিনপত্র পুড়ে ছাই হয়ে গেছে।"
এ বিষয়ে টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। আমাদের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকার মতো হতে পারে।"
What's Your Reaction?