আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠায় নতুন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করল সিরিয়া

বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই সপ্তাহ পর আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করতে উদ্যোগী হয়েছে সিরিয়ার নতুন প্রশাসন। এ উদ্দেশ্যে তারা নতুন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ করেছে।

Dec 22, 2024 - 05:16
 0  0
আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠায় নতুন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করল সিরিয়া

বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই সপ্তাহ পর আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করতে উদ্যোগী হয়েছে সিরিয়ার নতুন প্রশাসন। এ উদ্দেশ্যে তারা নতুন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ করেছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানায়, শনিবার ক্ষমতাসীন জেনারেল কমান্ড আসাদ হাসান আল-শিবানিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। নতুন প্রশাসনের একটি সূত্র রয়টার্সকে জানায়, এই পদক্ষেপটি সিরিয়ার জনগণের শান্তি ও স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষার প্রতিক্রিয়া হিসেবে এসেছে।

এছাড়া, সরকারি সূত্র জানায়, মুরহাফ আবু কাসরাকে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। আবু কাসরা, বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) শীর্ষনেতা হিসেবে পরিচিত।

আল জাজিরার সাংবাদিক রেসুল সেরদার দামেস্ক থেকে রিপোর্টে জানিয়েছেন, আবু কাসরা এবং আল-শিবানি এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল-জোলানি (যিনি বর্তমানে আহমেদ আল-শারা নামে পরিচিত) এর ঘনিষ্ঠ। বলা যায়, এইচটিএস এখন সিরিয়ার সরকার গঠনে সক্রিয় ভূমিকা পালন করছে।

রেসুল সেরদার আরও জানিয়েছেন, সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকারে ১৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠিত হয়েছে, যার সবাই এইচটিএস নেতা আল-জোলানির অনুগত। ১১ বছর পর, সিরিয়ায় আবারও দূতাবাস কার্যক্রম চালু করেছে কাতার। গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে, তারা দামেস্কে কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে প্রস্তুত।

এদিকে, সিরিয়ার একসময়কার সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান নেতা আহমেদ আল-শারার সাথে এক উচ্চ-পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল বৈঠক করেছে। এইচটিএস একসময় আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত ছিল, তবে বর্তমানে তারা নিজেদের পরিবর্তন করে নতুন পথের দিকে এগিয়ে যাচ্ছে এবং একটি অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়তে চায়। তাদের বর্তমান লক্ষ্য হল একটি প্রতিষ্ঠান গড়ে তোলা।

এছাড়া, ২০১৩ সালে যুক্তরাষ্ট্র হায়াত তাহরির আল-শাম নেতা আবু মোহাম্মদ আল-জোলানিকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছিল এবং তার মিলিশিয়া দলের ওপর ২০১৮ সালে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তার মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। তবে ১১ বছর পর যুক্তরাষ্ট্র তার এই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow