নিজের চেহারা দেখে ভেঙে পড়তেন সোনম কাপুর

বলিউড অভিনেতা অনিল কাপুরকে মায়ানগরীতে "চিরতরুণ" হিসেবে পরিচিতি পেয়েছে। তার বয়স যেন থেমে রয়েছে এক জায়গায়, আর তার চেহারা নিয়েও নেটপাড়ায় রয়েছে নানা আলোচনা। তবে তার মেয়ে, অভিনেত্রী সোনম কাপুরও একসময় নিজেকে নিয়ে ভেঙে পড়তেন।

Nov 25, 2024 - 08:16
 0  6
নিজের চেহারা দেখে ভেঙে পড়তেন সোনম কাপুর

বলিউড অভিনেতা অনিল কাপুরকে মায়ানগরীতে "চিরতরুণ" হিসেবে পরিচিতি পেয়েছে। তার বয়স যেন থেমে রয়েছে এক জায়গায়, আর তার চেহারা নিয়েও নেটপাড়ায় রয়েছে নানা আলোচনা। তবে তার মেয়ে, অভিনেত্রী সোনম কাপুরও একসময় নিজেকে নিয়ে ভেঙে পড়তেন।

ছিপছিপে সুন্দরী হিসেবে সোনমের পরিচিতি থাকলেও, শৈশবে ও বয়ঃসন্ধিকালে তার শরীরের পরিবর্তন নিয়ে অনেক কটাক্ষ শুনতে হয়েছে। মুখে রোম ও গাল ভর্তি ব্রণ নিয়ে তাকে বলা হতো, "এই দেখো, অনিল কাপুরের মেয়ে!" এবং এসব কথা শুনে সোনম খুবই কষ্ট পেতেন।

শরীরে 'পলিসিস্টিক ওভারি সিনড্রোম' (PCOS) ধরা পড়ায় সোনমের শরীরে এসব পরিবর্তন আসতে শুরু করেছিল। তবে একসময় সোনম তার মা সুপারস্টার কাজলের ছবি দেখে সাহস পেয়েছিলেন। কাজলের শারীরিক গঠন বা মুখের রোম নিয়েও আলোচনা হয়েছিল, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি, বরং তিনি নব্বইয়ের দশকের সফল অভিনেত্রী হতে পেরেছিলেন। এই দৃশ্য দেখেই সোনমের আত্মবিশ্বাস ফিরে আসে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow