কক্সবাজারে আকিজ বশির গ্রুপের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্টে আয়োজিত হলো আকিজ বশির গ্রুপের ছয় দিনব্যাপী বিজনেস কনফারেন্স ‘ইভলভ বিয়ন্ড ২০২৪’। এই কনফারেন্সে আকিজ সিরামিকস, অরা, রোসা, আকিজ বোর্ড ও আকিজ ডোরসহ প্রতিষ্ঠানটির এক হাজার দুইশোরও বেশি ব্যবসায়িক সহযোগী অংশগ্রহণ করেন।

Nov 25, 2024 - 11:02
 0  1
কক্সবাজারে আকিজ বশির গ্রুপের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্টে আয়োজিত হলো আকিজ বশির গ্রুপের ছয় দিনব্যাপী বিজনেস কনফারেন্স ‘ইভলভ বিয়ন্ড ২০২৪’। এই কনফারেন্সে আকিজ সিরামিকস, অরা, রোসা, আকিজ বোর্ড ও আকিজ ডোরসহ প্রতিষ্ঠানটির এক হাজার দুইশোরও বেশি ব্যবসায়িক সহযোগী অংশগ্রহণ করেন।

এছাড়া, প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন বিভাগের সব কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠানে অংশ নেন আকিজ বশির গ্রুপের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তসলিম মো. খান, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শামসুদ্দিন আহমেদ এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ খোরশেদ আলম।

কনফারেন্সে ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা, পুরস্কার বিতরণী এবং জমকালো ‘গালা নাইট’-এর আয়োজন ছিল। এই কনফারেন্সের মাধ্যমে কোম্পানির সাফল্য উদ্‌যাপন ও আগামী বছরের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণে সবার অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow