বঙ্গবন্ধু রেল সেতুতে প্রথমবার পরীক্ষামূলক ট্রেন চলাচল

দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের বৃহত্তম বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করেছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ট্রেনটি টাঙ্গাইলের ভূঞাপুর অংশের পূর্ব প্রান্ত থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে পৌঁছে।

Nov 26, 2024 - 09:26
 0  3
বঙ্গবন্ধু রেল সেতুতে প্রথমবার পরীক্ষামূলক ট্রেন চলাচল

দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের বৃহত্তম বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করেছে।

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ট্রেনটি টাঙ্গাইলের ভূঞাপুর অংশের পূর্ব প্রান্ত থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে পৌঁছে।

এর আগে, সোমবার বিকেলে সেতুর দুই প্রান্তে ব্রডগেজ লাইনে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানান, মঙ্গলবার পরীক্ষামূলকভাবে ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ সেতু দিয়ে ট্রেন চালানো হয়েছে। সেতুটির নির্মাণকাজ সম্পূর্ণ শেষ হয়েছে। আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

পরীক্ষামূলক ট্রেন চলার সময় রেলওয়ে বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow