২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাস: হাইকোর্টের রায়ে বিএনপির সন্তোষ
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আজ ঘোষণা করেছে হাইকোর্ট। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি।
রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্রশক্তি ব্যবহার করে তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে অবৈধভাবে সাজা দিয়েছিল। হাইকোর্ট যথাযথ রায় দিয়েছেন।"
রিজভী আরও বলেন, "তারেক রহমানসহ বিএনপির নেতাদের জোরপূর্বক সাজা দেওয়ার পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের। এই রায় বিএনপির দীর্ঘদিনের ন্যায়বিচারের আন্দোলনের ফসল।"
ভারত প্রসঙ্গে রিজভীর মন্তব্য
সংবাদ সম্মেলনে রিজভী ভারত সরকারের সমালোচনা করে বলেন, "শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত। তাদের মনোভাব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ।"
তিনি অভিযোগ করেন, "ভারত অতিমাত্রায় দাদাগিরি করছে এবং তাদের প্রতিবেশী সম্পর্ক তলানিতে ঠেকেছে। হাসিনার মাধ্যমে বাংলাদেশকে কার্যত দখল করার চেষ্টা করেছে তারা। কিন্তু বাংলাদেশের জনগণ সেই চক্রান্ত রুখে দিয়েছে।"
রিজভী আরও বলেন, "ভারত বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থের পরিবর্তে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পক্ষে কাজ করছে। তবে এদেশের মানুষ সেই আচরণ মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না।"
আন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে মন্তব্য
রিজভী বলেন, "আন্তর্বর্তীকালীন সরকারের কিছু সদস্য আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বিএনপিকে প্রতিবন্ধক হিসেবে দেখানোর চেষ্টা করছেন, যা ভিত্তিহীন। আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা না করার বিষয়টি সম্পূর্ণ সরকারের এখতিয়ার।"
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং হাবিব উন নবী খান সোহেলসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।