ইসরাইলের বিরুদ্ধে গাজায় জাতিগত নির্মূলের অভিযোগ, খোদ প্রতিরক্ষা প্রধানের
গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরাইল দখলদার বাহিনী। দেশটির সেনাদের হাত থেকে রেহাই পাচ্ছে নিষ্পাপ শিশুরাও। আর এ বিষয়ে বহির্বিশ্বে ইসরাইলকে সমালোচিত হতে হলেও সমর্থন ছিল নিজ দেশে। তবে এবার ইসরাইলের এই বর্বরতা নিয়ে মুখ খুললেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন।
গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরাইল দখলদার বাহিনী। দেশটির সেনাদের হাত থেকে রেহাই পাচ্ছে নিষ্পাপ শিশুরাও। আর এ বিষয়ে বহির্বিশ্বে ইসরাইলকে সমালোচিত হতে হলেও সমর্থন ছিল নিজ দেশে। তবে এবার ইসরাইলের এই বর্বরতা নিয়ে মুখ খুললেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন।
শনিবার ইসরাইল সেনাবাহিনীর বিরুদ্ধে গাজায় জাতিগত নির্মূলের অভিযোগ এনেছেন তিনি। যা দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বেসরকারি ডেমোক্র্যাট টিভি চ্যানেলে একটি সাক্ষাৎকারে ইয়ালন বলেন, ‘আমাদের যে পথে নিয়ে যাওয়া হচ্ছে তা হল বিজয়, সংযুক্তি এবং জাতিগত নির্মূল করা।’
‘জাতিগত নির্মূল’-এর বিষয়ের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘সেখানে কী ঘটছে? আর বিত লাহিয়া নেই, আর বিত হনউন নেই, সেনাবাহিনী জাবালিয়ায় হস্তক্ষেপ করছে এবং আরবদের থেকে ভূমি সাফ করা হচ্ছে।’
সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী ইয়ালন (৭৪), গাজা থেকে ইসরাইলের প্রত্যাহারের আগে ২০০২-২০০৫ সালের মধ্যে ইসরাইলি সেনাবাহিনীর প্রধান ছিলেন। পরবর্তীতে ২০১৬ সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মতানৈক্যের কারণে পদত্যাগ করেন। তার আগের সময়টাতে প্রতিরক্ষা মন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন ইয়ালন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। যার ফলে ইসরাইলে ১২০০ লোকের বিপরীতে গাজায় ৪৪ হাজার ৩৮২ জনকে হত্যা করেছে ইসরাইল।
What's Your Reaction?