সাফল্যের রেসিপি শেয়ার করলেন নাহিদ রানা

গতি ধরে রেখে একটা নির্দিষ্ট লাইন লেন্থ মেইনটেইন করে লম্বা সময় বোলিং করে যাওয়া। বাস্ এটুকুই। আর তাতেই কাবু প্রতিপক্ষের ব্যাটাররা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ধসিয়ে জ্যামাইকা টেস্টের চালকের আসনে বাংলাদেশ। যেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ পেসার নাহিদ রানা।

Dec 3, 2024 - 03:53
 0  3
সাফল্যের রেসিপি শেয়ার করলেন নাহিদ রানা

গতি ধরে রেখে একটা নির্দিষ্ট লাইন লেন্থ মেইনটেইন করে লম্বা সময় বোলিং করে যাওয়া। বাস্ এটুকুই। আর তাতেই কাবু প্রতিপক্ষের ব্যাটাররা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ধসিয়ে জ্যামাইকা টেস্টের চালকের আসনে বাংলাদেশ। যেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ পেসার নাহিদ রানা।

নাহিদ রানার ফাইফারের সুবাধে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে মাত্র ১৪৬ রানে। যেখানে ১৮ ওভার বল করে ৬১ রান খরচায় ৫ উইকেট শিকার নাহিদের। যেখানে লম্বা সময় এই পেসার বল করেছেন ১৪৫-১৫০ কিমি ঘণ্টা বেগে। আর তাতেই প্রথমবার ফাইফার পেলেন এই তরুণ। এমন দুর্দান্ত বোলিংয়ের পর সাফল্যের রেসিপি শোনিয়েছেন নাহিদ। 

দুর্দান্ত বোলিংয়ের পর নাহিদ বলেন, ‘প্রথমত ওপরওয়ালার শুকরিয়া আদায় করতে চাই, প্রথমবার পাঁচ উইকেট পেয়েছি। বেশি কিছু চেষ্টা করিনি। শুধু চেষ্টা করেছি, ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে কীভাবে ‘লাইন টু লাইন’ বোলিং করা যায় এবং কোন পরিস্থিতিতে কোন ব্যাটসম্যানকে কীভাবে বোলিং করা যায়, সেই বোলিংটা করার চেষ্টা করেছি।’

নাহিদ আরও বলেন, ‘এই উইকেটে বেশি কিছু চেষ্টা না করে শুধু ‘লাইন টু লাইন’ বোলিং করে ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে রান ছাড়া বোলিং করলে ব্যাটসম্যানরা অনেক কিছু করার চেষ্টা করে। আমি মনে করি, বোলারদের অত কিছু চেষ্টা না করে ‘লাইন টু লাইন’ বোলিং করাই ভালো।’

জ্যামাইকা টেস্টের তৃতীয় দিন শেষে ৫ উইকেট বাকি রেখে বাংলাদেশ এগিয়ে ২১১ রানে। এই অবস্থায় বাংলাদেশ যে চালকের আসনে আছে সেটি বিশ্বাস করেন নাহিদও। তিনি বলেন, ‘অবশ্যই আমরা এখন একটা ভালো জায়গায় আছি। এখান থেকে আমরা যদি আড়াইশর ওপরে যেতে পারি… চতুর্থ দিনে ব্যাটিং করা কঠিন হবে ব্যাটসম্যানদের জন্য। উইকেট একটু অন্যরকমের, অসম বাউন্স থাকবে, স্পিনে টার্ন থাকবে। কাজেই আমরা চতুর্থ দিনে ভালো কিছু একটা বের করব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow