অস্ট্রেলিয়ায় ভালো করতে না পারলে টেস্ট থেকে অবসর নেবেন রোহিত শর্মা
ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত সম্প্রতি এক মন্তব্যে বলেন, অস্ট্রেলিয়া সফরে রান না পেলে রোহিত শর্মা হয়তো টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। শ্রীকান্তের মতে, রোহিত যদি টেস্টে সফল না হন, তবে তিনি হয়তো সাদা পোশাকের ক্রিকেট থেকে সরে এসে কেবল ওয়ানডেতে মনোযোগ দেবেন, যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাট তিনি আগেই ছেড়েছেন।
অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হলে টেস্ট থেকে অবসর নিতে পারেন রোহিত: শ্রীকান্তের মতামত
ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত সম্প্রতি এক মন্তব্যে বলেন, অস্ট্রেলিয়া সফরে রান না পেলে রোহিত শর্মা হয়তো টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। শ্রীকান্তের মতে, রোহিত যদি টেস্টে সফল না হন, তবে তিনি হয়তো সাদা পোশাকের ক্রিকেট থেকে সরে এসে কেবল ওয়ানডেতে মনোযোগ দেবেন, যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাট তিনি আগেই ছেড়েছেন।
শ্রীকান্ত তাঁর ইউটিউব শোতে বলেন, “অস্ট্রেলিয়ায় ভালো করতে না পারলে আমার মনে হয়, রোহিত নিজেই টেস্ট থেকে সরে দাঁড়াবে। বয়সের বিষয়টিও এখানে বিবেচ্য, কারণ সময় তো আর কমছে না।”
রোহিতের টেস্ট ব্যাটিং ফর্ম নিয়ে তিনি আরও বলেন, মুম্বাইয়ে শেষ টেস্টে হারের পর রোহিত নিজের ভুল স্বীকার করেছেন, যা তাঁর ছন্দে ফেরার প্রক্রিয়ার প্রথম ধাপ। শ্রীকান্তের মতে, এই ভুল স্বীকারের মানসিকতা রোহিতের আত্মবিশ্বাসের ইঙ্গিত দেয়।
কোহলির প্রসঙ্গে শ্রীকান্তের অভিমত, “অস্ট্রেলিয়া হলো কোহলির মঞ্চ, এবং আমার মনে হয় সেখানেই তিনি নিজের ফর্ম ফিরে পাবেন। তাঁর টেস্ট ছেড়ে দেওয়ার প্রসঙ্গটি এখনই তোলা ঠিক হবে না। বিরাট কোহলির হাতে আরও সময় আছে।”
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত ২২ নভেম্বর পার্থে প্রথম টেস্ট দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করবে।
What's Your Reaction?