আখাউড়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন মিয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত স্বাধীন উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ফজল মিয়ার ছেলে। শুক্রবার সন্ধ্যায় এই নৃশংস ঘটনাটি ঘটে।

Nov 16, 2024 - 04:28
 0  19
আখাউড়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন মিয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত স্বাধীন উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ফজল মিয়ার ছেলে। শুক্রবার সন্ধ্যায় এই নৃশংস ঘটনাটি ঘটে।

নিহতের মা জরিনা বেগম জানান, সন্ধ্যা ৭টার দিকে আজমপুর নার্সারীর সামনে স্বাধীনকে মারধর ও ছুরিকাঘাত করে আজমপুর গ্রামের স্বপন চৌধুরী। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বাধীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজমপুর রেলওয়ে কলোনি মসজিদের সামনে স্বপন চৌধুরী ও স্বাধীন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা মারামারি শুরু করলে স্থানীয়রা তাদেরকে সরিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর আরো ৪/৫ জন যুবক এসে স্বাধীনকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। তখন স্বপন চৌধুরী স্বাধীনকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বপন চৌধুরী ওই এলাকার রোকন উদ্দিন চৌধুরীর ছেলে। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়জুন্নেছা আমিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবক হাসপাতালে আনা হয়, তার পেটে ছুরির আঘাতের গভীর ক্ষত ছিল।

আখাউড়া থানার ওসি আবুল হাসিম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে গেছেন এবং হত্যাকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow