রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে শিগগিরই উত্তর কোরিয়ার সেনারা অংশ নেবে। যুক্তরাষ্ট্রের মতে, এসব সেনারা সীমান্তে দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে সক্ষম হবে।
শনিবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের প্রধান লয়েড অস্টিন এ তথ্য জানিয়েছেন। খবরটি প্রকাশ করেছে আল আরাবিয়া।
অস্টিন বলেন, তাদের বিশ্বাস, রাশিয়ার সীমান্ত এলাকা কুরস্কে প্রায় ১০ হাজার উত্তর কোরিয়ার সেনা অবস্থান নিয়েছে এবং তারা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে।
প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে অবস্থানকালে অস্টিন বলেন, "রাশিয়ার কাঠামোর ওপর ভিত্তি করে উত্তর কোরিয়ার সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আশা করছি, তারা দ্রুতই যুদ্ধে অংশ নেবে।"
তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়ার নির্দিষ্ট সময় জানেন না, তবে তিনি নিশ্চিত যে তা দ্রুতই ঘটবে।
এদিকে, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এবং গবেষণা গ্রুপ জানিয়েছে, সেনা পাঠানোর কারণে রাশিয়া পিয়ংইয়ংকে তেল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে।
রাশিয়া সতর্ক করে জানিয়েছে, উত্তর কোরিয়ার সেনা পাঠানোর পাল্টা হিসেবে তারা ৫০ হাজার সেনা প্রস্তুত করছে, যারা সীমান্তে দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে সক্ষম হবে।