এক যুগ পর আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

দীর্ঘ ১২ বছর পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

Nov 21, 2024 - 04:41
 0  2
এক যুগ পর আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

দীর্ঘ ১২ বছর পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

এবারের অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ২০১৮ সালের পর প্রথমবারের মতো কোনো প্রকাশ্য কর্মসূচিতে উপস্থিত হবেন খালেদা জিয়া। সর্বশেষ তিনি ২০১২ সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি সেখানে যাননি। তবে সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্য কয়েকজন নেতা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

২০১৮ সালে কারাবন্দি হওয়ার পর এই প্রথমবার প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া। এর আগে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর ছিল তার সর্বশেষ জনসমক্ষে উপস্থিতি।

এছাড়া, ২০০৯ সালের পর এবারই প্রথম সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৬ জন নেতাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল রাতে সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে আমন্ত্রণপত্র তাদের কাছে পৌঁছানো হয়।

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow