এবার দুই ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে দুটি ট্রলারসহ ছয় মাঝিমাল্লাকে অপহরণ করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে আবারো ট্রলার অপহরণ: মিয়ানমারের আরাকান আর্মির হামলা
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে দুটি ট্রলারসহ ছয় মাঝিমাল্লাকে অপহরণ করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত ট্রলার ও মাঝিমাল্লারা
অপহৃত ট্রলার দুটি হলো এস বি রাসেল ও এ স বি ফারুক। এস বি রাসেলের মালিক আবদুর রশিদ, যিনি টেকনাফ-সেন্টমার্টিন রুটের সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি। এদিকে এ স বি ফারুক ট্রলারটির মালিক আবদুর রব। ট্রলার দুটি রড, সিমেন্ট ও বালু নিয়ে সেন্টমার্টিনে যাচ্ছিল।
আবদুর রশিদ জানান, দুপুরে কেরুনতলী খাল থেকে ট্রলার দুটি পণ্য বোঝাই করে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে মিয়ানমার থেকে আসা দুটি ট্রলারে থাকা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে মাঝিমাল্লাদের জিম্মি করে ট্রলারসহ অপহরণ করে নিয়ে যায়। এরপর ট্রলার দুটিকে মিয়ানমারের দিকে নিয়ে যাওয়া হয়। বুধবার (১৩ নভেম্বর) দুপুর পর্যন্ত তাঁদের ফেরত দেওয়া হয়নি।
বিজিবি ও স্থানীয় প্রশাসনের প্রতিক্রিয়া
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, "এ বিষয়ে সার্ভিস ট্রলার মালিক সমিতি আমাদের কিছু জানায়নি। তবে আমরা ঘটনাটি তদন্ত করছি।"
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ছয় মাঝিমাল্লা ও দুটি মালামালবোঝাই ট্রলার অপহরণের বিষয়টি নিশ্চিত হয়েছেন।
এর আগেও হামলার ঘটনা
উল্লেখ্য, এ বছরের ১ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত নাইক্ষ্যংদিয়া এলাকায় একাধিকবার গুলি ছোড়া হয়েছে মিয়ানমারের দিক থেকে। ওইসব ঘটনায় বাংলাদেশি নৌযান, সরকারি কর্মকর্তা এবং নির্বাচনী কাজে নিয়োজিত নৌযান আক্রান্ত হয়েছে। প্রতিটি ঘটনা বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে ঘটেছে।
৮ জুনের ঘটনার পর উপজেলা প্রশাসন ওই নৌপথে ট্রলার চলাচল বন্ধ করে বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেয়। তবে সাম্প্রতিক অপহরণের ঘটনা নৌপথে নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে।
স্থানীয়দের উদ্বেগ
ট্রলার অপহরণ ও মাঝিমাল্লাদের নিরাপত্তা নিয়ে স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা নৌপথে নিরাপত্তা জোরদার এবং অপহৃতদের দ্রুত উদ্ধার দাবি করছেন।
What's Your Reaction?