চলতি বছরই আস্থা ভোট আয়োজনে প্রস্তুত: জার্মান চ্যান্সেলর

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, তিনি চলতি বছরই পার্লামেন্টে আস্থা ভোট আয়োজন করতে প্রস্তুত। শলৎজের নেতৃত্বাধীন জোট সরকারে গত বুধবার ভাঙন দেখা দিলে সরকার সংখ্যালঘু অবস্থায় পড়ে। এতে পার্লামেন্টে সরকারের প্রতি সমর্থনের বিষয়টি নিশ্চিত করতে দ্রুত আস্থা ভোট আয়োজনের জন্য চাপ বাড়ছিল। এই পরিস্থিতিতে শলৎজ ঘোষণা করেন, তিনি এই বছরই আস্থা ভোট আয়োজন করতে প্রস্তুত।

Nov 11, 2024 - 09:23
 0  3
চলতি বছরই আস্থা ভোট আয়োজনে প্রস্তুত: জার্মান চ্যান্সেলর
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, তিনি চলতি বছরই পার্লামেন্টে আস্থা ভোট আয়োজন করতে প্রস্তুত।

শলৎজের নেতৃত্বাধীন জোট সরকারে গত বুধবার ভাঙন দেখা দিলে সরকার সংখ্যালঘু অবস্থায় পড়ে। এতে পার্লামেন্টে সরকারের প্রতি সমর্থনের বিষয়টি নিশ্চিত করতে দ্রুত আস্থা ভোট আয়োজনের জন্য চাপ বাড়ছিল। এই পরিস্থিতিতে শলৎজ ঘোষণা করেন, তিনি এই বছরই আস্থা ভোট আয়োজন করতে প্রস্তুত।

গতকাল রোববার শলৎজ জানান, বড়দিনের আগেই তিনি আস্থা ভোট আয়োজন করতে চান। তবে, সব পক্ষ যদি রাজি থাকে, তাহলে তাঁর পক্ষে কোনো সমস্যা নেই।

এর আগে শলৎজ জানিয়েছিলেন, তিনি জানুয়ারির মাঝামাঝিতে আস্থা ভোট আয়োজনের পরিকল্পনা করেছেন। যদি এই ভোটে সরকার পরাজিত হয়, তবে আগামী মার্চের শেষ দিকে নতুন পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

জার্মানিতে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর। সে নির্বাচনের পর শলৎজের সামাজিক গণতান্ত্রিক দল চার বছরের জন্য পরিবেশবাদী সবুজ দল এবং ফ্রি গণতান্ত্রিক দলের সঙ্গে মিলে জোট সরকার গঠন করে। তবে মতপার্থক্যের কারণে তিন বছরের মাথায় জোট সরকারের ভাঙন শুরু হয়।

গত বুধবার সন্ধ্যায় ফ্রি গণতান্ত্রিক দলের সভাপতি ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে সরকার থেকে বহিষ্কার করেন শলৎজ, যার ফলে সরকার সংখ্যালঘু অবস্থায় পড়ে। এখন বিরোধী দলের কারও সমর্থন ছাড়া সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। যদি এ সমর্থন পাওয়া না যায়, তবে আগাম নির্বাচন অনিবার্য হয়ে উঠবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow