ছেলের ছুরিকাঘাতে মা নিহত হওয়ার অভিযোগ

রাজধানীর তুরাগ থানার বাউনিয়া মাদবরবাড়ি এলাকায় ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

Nov 10, 2024 - 08:41
 0  4
ছেলের ছুরিকাঘাতে মা নিহত হওয়ার অভিযোগ

রাজধানীর তুরাগ থানার বাউনিয়া মাদবরবাড়ি এলাকায় ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত নারীর নাম দিনু বেগম (৪০), আর তাঁর স্বামীর নাম নুরুল আমিন। নুরুল জানান, আজ রোববার ভোরে তাঁদের বড় ছেলে জিহাদ (২৫) তাঁর মাকে ছুরিকাঘাত করেন। জিহাদ মানসিক রোগী ছিলেন।

নুরুলের ভাষ্যমতে, দিনু ভোরে রান্নাঘরে গেলে জিহাদ সেখানে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করেন। চিৎকার শুনে নুরুল রান্নাঘরে গিয়ে দেখেন, জিহাদ পালিয়ে গেছেন। এরপর গুরুতর আহত অবস্থায় দিনুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ৬টা ২০ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সূত্রে জানা যায়, নুরুল দিনমজুর হিসেবে কাজ করেন, আর দিনু বাসাবাড়িতে কাজ করতেন। তাঁদের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে জিহাদ সবচেয়ে বড়।

নুরুল জানান, চার বছর ধরে জিহাদ মানসিক সমস্যায় ভুগছেন এবং বিভিন্ন সময় তাঁর চিকিৎসা করা হয়েছে। মাঝে মাঝে তিনি ভালো থাকলেও এ ধরনের আচরণ দেখান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, লাশটি মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি তুরাগ থানায় জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow