ডিসেম্বরেই দেশের সব থানায় কমিটি দেবে জাতীয় নাগরিক কমিটি
হাসিনা সরকারের পতনের পর গঠিত জাতীয় নাগরিক কমিটি সারা দেশে তাদের সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে। ডিসেম্বর মাসের মধ্যে দেশের প্রতিটি থানায় প্রতিনিধি কমিটি গঠন সম্পন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছে সংগঠনটি।
জাতীয় নাগরিক কমিটি থানাভিত্তিক সংগঠন গঠনে উদ্যোগী
হাসিনা সরকারের পতনের পর গঠিত জাতীয় নাগরিক কমিটি সারা দেশে তাদের সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে। ডিসেম্বর মাসের মধ্যে দেশের প্রতিটি থানায় প্রতিনিধি কমিটি গঠন সম্পন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছে সংগঠনটি।
ফেসবুক পোস্টে ঘোষণা
রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে নাগরিক কমিটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে জানানো হয়, "আগামী মাসের মধ্যেই বাংলাদেশের সব থানায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠিত হবে। ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত হোন। বাংলাদেশ পুনর্গঠন করুন।"
নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্বের অগ্রাধিকার
এর আগে, ২ নভেম্বর কমিটির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে থানাভিত্তিক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয় এবং বলা হয়, প্রতিটি কমিটিতে ২৫ শতাংশ নারী প্রতিনিধি থাকতে হবে।
- শহীদ পরিবারের সদস্য ও অভ্যুত্থানে আহত ব্যক্তিদের প্রতিনিধিত্ব থাকবে (৫ শতাংশ)।
- সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি থাকবে ৫ শতাংশ।
- কৃষক ও শ্রমিক প্রতিনিধি রাখা হবে ৫ শতাংশ।
- অঞ্চলভিত্তিক সব জাতিসত্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।
কমিটির ইতিহাস ও লক্ষ্য
জাতীয় নাগরিক কমিটি গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে রাষ্ট্রের সংস্কার সাধনে প্রেশার গ্রুপ হিসেবে গড়ে ওঠা সংগঠনটি ওই দিন ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে।
সংগঠনটি বলছে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে এই কাঠামো গড়ে তোলা হচ্ছে। ব্যালট বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের প্রয়োজনীয় পরিবর্তনের আহ্বান জানাচ্ছে তারা।
What's Your Reaction?