তারেক রহমানকে দেশে ফেরানোর দাবিতে বুয়েট ছাত্রদলের সাবেক নেতাদের মানববন্ধন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফেরার সুযোগ দিতে মানববন্ধন করেছেন বুয়েট ছাত্রদলের সাবেক নেতারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফেরার সুযোগ দিতে মানববন্ধন করেছেন বুয়েট ছাত্রদলের সাবেক নেতারা।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে নেতারা বলেন, শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে তারেক রহমানের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছিল। একারণেই দীর্ঘদিন দিন বিদেশে রয়েছেন তারেক রহমান। তিনি ফিরে না এলে দেশের গণতন্ত্র যেমন ফিরবে না, তেমনি দেশের মানুষের মুক্তি মিলবে না বলেও মন্তব্য করেন তারা।
বক্তারা অভিযোগ করেন, তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। তাই ছাত্র-জনতার অভ্যুত্থানের এতোদিন পরেও তিনি দেশে ফিরতে পারছেন না।
What's Your Reaction?