নেটফ্লিক্সে দর্শকেরা কী দেখছেন
রোমান্টিক ও কমেডি জনরার সিনেমা ‘মিট মি নেক্সট ক্রিসমাস’ টিভি সিনেমাটি এখন আলোচনায় রয়েছে। গড়পড়তা রেটিং হলেও এটি সবচেয়ে বেশি দেখছেন দর্শকেরা।
গল্পের প্রধানচরিত্র উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। বেশ আগে তাঁর বোন খুন হয়। এরপর সে একজন সিরিয়াল কিলারকে খুঁজতে থাকে। সেই গল্প নিয়েই ‘টাইম আউট’। এটিও গড়পড়তা সাড়ে ৫ রেটিং হলেও দর্শকদের দেখার শীর্ষ তালিকায় ২ নম্বরে রয়েছে।
অ্যানিমেশন সিনেমা ‘সিক্রেট লাইফ অব পেটস’ আগের সিনেমা হলেও এটি নিয়ে দর্শকদের বেশ আগ্রহ রয়েছে। সিনেমাটি দর্শকদের পছন্দের শীর্ষ ৩ নম্বরে রয়েছে।
ফ্যামিলি ও কমেডি ড্রামা জনরা সিনেমা ‘হারর্ল্ড অ্যান্ড দ্য পার্পল ক্রেয়ন’–এর আইএমডিবি রেটিং ৫.৭। সিনেমাটি মুক্তির পর দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। বর্তমানে এটি শীর্ষ ৫–এ রয়েছে।
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও লেখক মার্থা স্টুয়ার্টের ওপর নির্মিত তথ্যচিত্র ‘মার্থা’ দর্শকেরা পছন্দ করেছেন। তাঁর জীবনের ব্যক্তিগত অনুভূতি, সংগ্রামসহ নানা বিষয় এতে তুলে ধরা হয়েছে।
What's Your Reaction?